নাহিদ ভাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। :)

Regards, 
Ankan Ghosh Dastider



On Monday, February 29, 2016 2:09 AM, Tanvir Rahman <wikitanvir@gmail.com> wrote:


প্রিয় সবাই,

বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও অত্যন্ত সক্রিয় উইকিপিডিয়ান এবং উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান ২০১৬ সালের স্টুয়ার্ড নির্বাচনে জয়ী হয়ে উইকিমিডিয়া স্টুয়ার্ড নির্বাচিত হয়েছেন। তিন সপ্তাহব্যপী এই নির্বাচনে তিনি ৮৬.৫% সমর্থন পেয়ে স্টুয়ার্ড নির্বাচিত হন যা এবারের নির্বাচনের সর্বোচ্চ।

বাংলা ভাষাভাষী সম্প্রদায় থেকে নির্বাচিত তিনি তৃতীয় ও বাংলাদেশ থেকে নির্বাচিত দ্বিতীয় স্টুয়ার্ড তিনি। এছাড়াও বর্তমান স্টুয়ার্ডদের মধ্যে তিনি-ই একমাত্র যিনি বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়ার প্রতিনিধিত্ব করেন।

এখানে উল্লেখ্য যে, স্টুয়ার্ড একটি বৈশ্বিক বা গ্লোবাল ব্যবহারকারী অধিকার যাদের সকল উইকিমিডিয়া উইকিতে সম্ভাব্য সকল প্রকার কারিগরী সুবিধা ব্যবহার করার কারিগরী সুযোগ রয়েছে যা তারা প্রয়োজন অনুসারে স্টুয়ার্ড নীতিমালা মেনে প্রয়োগ ও ব্যবহার করেন। উইকিমিডিয়ায় বর্তমানে স্টুয়ার্ডের সংখ্যা ৩৫ জন।

স্টুয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে:
https://meta.wikimedia.org/wiki/Stewards

স্টুয়ার্ড নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে:
https://meta.wikimedia.org/wiki/Stewards_policy

তানভির

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd