বাংলা ভাষার সবথেকে বড় বিশ্বকোষ উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহবান জানিয়ে আজ ২ আগস্ট
ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামিল সারওয়ার ট্রাস্ট মিলনায়তনে এই
কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। নেটওয়ার্কের সাধারণ সম্পাদক
মুনির হাসানের পরিচালনায় কর্মশালাটি পরিচালনা করেন। এখানে বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব, এতে কীভাবে
সম্পাদনা করতে হয়, ছবি যোগ করতে হয়, বিশ্বকোষীয় ভুক্তি লেখার ধরণ ইত্যাদি নিয়ে
আলোচনা করেন উইকিপিডিয়ান তানভীর রহমান ও নাসির খান সৈকত। কর্মশালায় নতুন ও পুরাতন
উইকিপিডিয়ানদের মধ্যে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক বেলায়েত হোসেন, উইকিপিডিয়ান মাহে আলম
খান, সাবিলা ইনুন, আলোকচিত্রী শামীম প্রমূখ আলোচনায় অংশ নেন।
কর্মশালায় বাংলা
উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন
ভুক্তি, বিজ্ঞান ও গণিতের নিবন্ধসমূহের মান উন্নয়নের জন্য সকলের প্রতি আহবান
জানানো হয়। আগামী ১০ আগস্ট চট্টগ্রাম অনুরূপ একটি কর্মশালা অনুষ্ঠিত হবে বলে
আয়োজকরা জানান।
নাসির খান সৈকত