উইকিপিডিয়ায় সম্পাদনা যদি সহজই হতো তাহলে এতো দিনে বহু উইকিপিডিয়ানে উইকিপিডিয়া মুখরিত থাকতো। কিন্তু তা হয়নি। অন্যের দ্বারা উৎসাহিত হয়ে আসা ব্যবহারকারীকে আপনি সাহায্য করে থাকলেও, নতুন কাউকে উৎসাহিত কখনও করেননি এবং এ ধরনের কাউকে সাহায্য করার অভিজ্ঞতা আপনার নাই বলেই আপনি বলতে পারছেন, মানুষ এমনি এমনিতেই উইকিপিডিয়াতে আসছে। তবে এটা কিছুটা হলেও সত্যি যে উইকিপিডিয়ায় লেখা একটি বোরিং কাজ। কিন্তু উইকিপিডিয়ান হিসেবে আমাদের অন্যতম দ্বায়িত্ব হল, এ লেখার কাজটি যেন বোরিং না হয়। আপনি যদি নিজেকে উইকিপিডিয়ানদের একজন মনে করে থাকেন তাহনে অবশ্যই মানতে হবে উইকিপিডিয়ায় কাজ করাকে আমাদেরকেই আরও আনন্দময় করে তুলতে হবে। যাতে ব্যবহারকারীরা অবদান রাখতে রাখতে বোর হয়ে চলে না যান। উইকিপিডিয়ায় অবদান রাখাকে আরও আনন্দময় করতে পারলেই আমরা নতুন ব্যবহারকারীদের পাবো এবং ব্যবহারকারীদের উইকিপিডিয়াতে বেশী সময় ধরে রাখতে পারবো। তা না হলে বরং উইকিপিডিয়ার বর্তমান অগ্রগতিও মুখ থুবড়ে পরবে।

অন্যদের মতামত এবং বক্তব্য দরকার। সবার সহায়তা যেমন চাই, যেমন সবার উৎসাহ যেমন চাই তেমনি সবার সঙ্গও চাই। দয়াকরে আলোচনায় অংশগ্রহণ করুন।


বেলায়েত
উইকিমিডিয়া বাংলাদেশ

2009/8/31 Belayet Hossain <bellayet@gmail.com>

গতকাল রাতে লেখা ইমেইলটি উইকিপিডিয়ার প্রশাসকদের আলোচনা সভাতে পোষ্টের পর সেখানে অনুষ্ঠিত আলোচনার এখানে দেওয়া হল। আশা করবো এখন থেকে আলোচনাটি এখানেই হবে,

আমার মতে আমাদের প্রয়োজন উইকিপিডিয়ার প্রচার বাড়ানো এবং এ সাথে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উইকিপিডিয়ায় অবদানকারীর সংখ্যা বাড়ানো। সেই সাথে বিভিন্ন ধরণের জনগোষ্ঠী যেমন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ডাক্তার, আইনজীবি, সাংবাদিক সহ বিভিন্ন পেশা গোষ্ঠির সাথে সম্পর্কে গড়ে তোলা এবং তাদেরকে উইকিপিডিয়া মুখি করা। আমরা যদি অবদানকারীর সংখ্যা এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ এমন পেশাজীবি মানুষকে উইকিপিডিয়ামুখি করতে পারি তাহলে তানভির এবং জয়ন্তদার যা বলেছেন, ভাল নিবন্ধের সংখ্যা যেমন বাড়বে, নির্বাচিত নিবন্ধের সংখ্যাও বাড়বে।

এখন প্রশ্ন হল কিভাবে সম্ভব? আমরা কিভাবে প্রচারণা বাড়াবো? কিভাবে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান করা সম্ভব? কারা এই অনুষ্ঠানগুলোর আয়োজন করবে? বিভিন্ন পেশাগোষ্ঠীর সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা সম্ভব? প্রচারণা বাড়ানো এবং অনুষ্ঠান আয়োজনের জন্য টাকা কোথায় পাওয়া যাবে? কারা আমাদের সাহায্য করতে পারে? কিভাবে সাহায্য করতে পারে? কারা এ বিষয়গুলোতে নেতৃত্ব দিবে এবং সমন্বয় করবে?

আমি শেষ প্রশ্নের উত্তর আমার মতো করে দিতে পারি, যেহেতু উইকিপিডিয়াতে উইকিপিডিয়ানরা অবদান রাখেন। উইকিপিডিয়ার প্রতি তাদের রয়েছে ভালবাসা, একে এগিয়ে নেওয়ার ইচ্ছা। তাই উইকিপিডিয়ার অগ্রগতিতে সকল কার্যক্রমে উইকিপিডিয়ানদেরই নেতৃত্ব দিতে হবে। উইকিপিডিয়াতে যেমন সবাই অবদান রাখতে পারেন। যে কোন বিষয়ে নিজে দায়িত্ব নিয়ে কোনো নিবন্ধ বা কোনো বিষয়ের নিবন্ধগুলোর মান বৃদ্ধি করে থাকেন। উইকিপিডিয়ার বাইরেও উইকিপিডিয়ার জন্য এ সমস্ত কাজে তাদেরই নেতৃত্ব দিতে হবে। অন্য কেউ এ জন্য তাগিদ বোধ করবে না। এর জন্য উইকিপিডিয়ানদের যা করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে। এক হয়ে কাজ করতে হবে। উইকিপিডিয়া ব্যাপারটি এখনও আমাদের দেশে ভার্চুয়াল বা শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তা শুধু ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, একে বাস্তব জীবনেও একে আনতে হবে, কারণ এর প্রভাব পড়তে বাস্তব জীবনেই। উইকিপিডিয়ার প্রভাব যদি মানুষের সামাজিক জীবনে, শিক্ষায় না পড়ে তাহলে, উইকিপিডিয়া অকার্যকর হয়ে পরবে এবং অকার্যকর কোনো কিছুই বেশি দিন থাকে না। তাই উইকিপিডিয়াকে বাঁচাতে হলে উইকিপিডিয়ানদেরই এর সকল রকম কার্যক্রমে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ প্রশ্নটির উত্তরের সাথেই অন্যান্য প্রশ্নগুলোর উত্তর জড়িয়ে আছে, কারা উইকিপিডিয়ার প্রচারের জন্য কাজ করবে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে? উত্তর উইকিপিডিয়ানগণ। এবং এখানেও তাদের একত্র হতে হবে। কারও একার পক্ষে কোনো অনুষ্ঠান বা কার্যক্রম করা সম্ভব নয়। যত বেশি উইকিপিডিয়ান এক সাথে হয়ে কাজ করতে পারবে, তত কার্যকর এবং বড় পরিসরে অনুষ্ঠান করে উইকিপিডিয়ার প্রচারণা, অবদানকারী বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা সম্ভব হবে।

বিভিন্ন জনগোষ্ঠির সাথে সম্পর্ক কারা তৈরি করবে? উত্তর ব্যক্তিগত ভাবে কোনো উইকিপিডিয়ান এ কাজটি করতে পারেন অথবা উইকিপিডিয়ানদের ঐক্যবদ্ধ কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে এ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। একজন উইকিপিডিয়ান ব্যক্তিগত ভাবে হয়তো খুব বেশি মানুষের সাথে সম্পর্ক তৈরি বা যোগাযোগ রাখতে পারবে না, কিন্তু উইকিপিডিয়ানদের কোনো প্রতিষ্ঠানের পক্ষে তা খুব সহজেই সম্ভব। কারণ কোনো উইকিপিডিয়ানদের সংঘবদ্ধ কোনো প্রতিষ্ঠানের যে সম্মিলিত শক্তি এবং পরিচয় হবে তা অবশ্যই ব্যক্তিগত পর্যায়ে করা সম্পর্কের চেয়ে অনেক দৃঢ় এবং কার্যকর হবে। এর অর্থ হল উইকিপিডিয়াকে কার্যকর ভাবে এগিয়ে নিতে অবশ্যই আমাদের উইকিপিডিয়ানদের ঐকবদ্ধ হওয়া এবং উইকিপিডিয়ানদের একটি কার্যকর প্রতিষ্ঠানের দরকার।

প্রচারণা বাড়াতে বা অনুষ্ঠান করতে টাকা কোথায় পাওয়া যাবে? উত্তর দেশে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা উইকিপিডিয়ার প্রচারে এবং প্রসারে পৃষ্ঠপোষক হবেন। অনুষ্ঠানের টাকা তারাই দিবেন। এতে প্রশ্ন হলো তারা টাকা কাকে দিবেন? কোনো ব্যক্তিকে কোন প্রতিষ্ঠান এ কাজের জন্য পৃষ্ঠপোষকতা করবে না, ব্যক্তিগত পর্যায়ে এ কাজের জন্য টাকা পাওয়াটাও কঠিন। তাহলে টাকা পাওয়ার জন্য অবশ্যই দরকার কোনো প্রতিষ্ঠানের। এবং তা হতে হবে উইকিপিডিয়ানদেরই প্রতিষ্ঠান, কারণ উইকিপিডিয়াকে গড়ে তুলছে উইকিপিডিয়ানগণ এবং তারাই এ ক্ষেত্রে বেশি বিশ্বাসযোগ্য। দেশের বাইরের উইকিপিডিয়ানগণও অনেকে ইচ্ছুক, কিন্তু প্রশ্ন ঐ একটাই "এ কাজের জন্য টাকা কাকে দিবে?" তাই আবারও উল্লেখ করছি উইকিপিডিয়ার প্রসারে এবং কার্যকর ভাবে এগিয়ে নিতে অবশ্যই উইকিপিডিয়ানদের ঐকবদ্ধ হওয়া এবং উইকিপিডিয়ানদের একটি কার্যকর প্রতিষ্ঠান তৈরির প্রয়োজন।

আমরা উইকিপিডিয়ানগণ যদি ঐক্যবদ্ধ হতে পারি আমার মনে হয় না বাকী প্রশ্নগুলোর উত্তর পাওয়া কষ্টকর হবে। তাই আমাদের এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। দেশী বিদেশী অনেক প্রতিষ্ঠানই আমাদের সাহায্য করতে প্রস্তুত, যদি আমরা উইকিপিডিনদের একত্র করে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। যার মাধ্যমে উইকিপিডিয়ার জন্য বাস্তবিক জীবনে আরও কার্যকর ভাবে কাজ করা সম্ভব।

একটি কথা না বললেই নয়, উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি আমাদেরকে দেখতে হবে অন্যান্য ভাষার উইকিপিডিয়ানরা কি করছে। মনে রাখতে হবে তাদের সাথে প্রতিযোগীতা শুধু নিবন্ধ সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, ঐ ভাষার উইকিপিডিয়া ঐ সমাজে মানুষকে কতটা কার্যকরী ভাবে সেবা দিতে পারছে, এবং কতটা কার্যকরী ভাবে ঐ ভাষার উইকিপিডিয়ানরা কাজ করছে সেক্ষেত্রেও প্রযোজ্য। উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন সহ অন্যান্য সম্মেলনের এ কাজের মূল্যায়ন করা হয়। আমাদের কাজে অন্যান্যদের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। দেশের মধ্যে, দেশের বাইরের সকল উইকিপিডিয়ানদের এগিয়ে আসতে হবে।

তানভির এবং জয়ন্তদাকে অনেক অনেক ধন্যবাদ ইমেইল করার জন্য। আশা করবো আপনারা আলোচনা চালিয়ে যাবেন এবং বাংলা এবং ইংরেজী উইকিপিডিয়ান যারা এ মেইলিং লিস্টে যোগ দেন নি তাদের এতে যোগ দিতে আমন্ত্রণ জানাবেন এবং এ আলোচনায় অংশ নিতে অনুরোধ করবেন। আমার পক্ষ থেকে আমি সকল উইকিপিডিয়ানদের উইমিডিয়া-বিডি মেইলিং লিস্টে যোগ দেওয়ার অনুরোধ করছি এবং এ আলোচনায় অংশ নিতে অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ২১:৫৮, ৩০ আগস্ট ২০০৯ (UTC)

প্রথমেই প্রশাসকদের আলোচনাসভায় বিষয়টি আনার জন্য বেলায়েত ভাইকে ধন্যবাদ।
হ্যাঁ, উইকিপিডিয়ার পরিধি বাড়ানোর জন্যে কাজ করতে হবে উইকিপিডিয়ানদেরই। আর ভার্চুয়াল থেকে বেরিয়ে এই কমিউনিটিকে বাস্তবে আনার জন্য একটি নির্দিষ্ট কর্মঠ সংগঠন সৃষ্টির বিকল্প নেই। উইকিপিডিয়ার প্রচারণা বাড়ানোটা তাহলে খুব অল্প সময়েই সম্ভব। আমার ব্যক্তিগত মত হচ্ছে, একটা নির্দিষ্ট কেন্দ্রীয় সংগঠন তৈরি করা হোক, যা অন্যান্য সংগঠনের প্রচারণা তদারকি করবে। সেটা পরীক্ষামূলকভাবে ঘটা করে না হয়ে একটা আড্ডার মাধ্যমেও হতে পারে। আর সাব কমিটিগুলো হবে প্রতিষ্ঠান ভিত্তিক। যেমন: আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমি একটা গ্রুপ খুলি এবং ক্যাম্পেইন চালাই- সেটা। উইকিতে বর্তমানে ডিউই উইকিপিডিয়ান, বুয়েট উইকিপিডিয়ানরা রয়েছেন, তাঁরা তাঁদের প্রতিষ্ঠানে কাজ চালাবেন নিয়মিত। প্রতিবছর নতুন ভর্তির পর নির্দিষ্ট প্রতিষ্ঠানে উইকিপিডিয়া গ্রুপ থেকে ফ্রেশার'স রিসিপশন দিতে পারলে বড়ো উপকার হয়। এছাড়া বড়ো কিছু পেশাজীবি গোষ্ঠী রয়েছে যেমন: ডাক্তার, প্রকৌশলী, ও আইনজীবিদের গ্রুপগুলো। তাঁদের কাছেও সেন্ট্রাল ক্যাম্পেইন করা যায়। বাংলা একাডেমী'র বইমেলাতে বাংলা উইকিপিডিয়া বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক কে নিয়ে ক্যাম্পেইন করে। সেটা অন্য সময়ও চালানো যায়। গণমাধ্যমে প্রচারণা চালানোর খবরগুলো আনার চেষ্টা করা যায়।
বেলায়েত ভাই যা বললেন, একটা ব্যাপার মাথায় রাখতে হবে। তা হলো, ক্যাম্পেইন শুধু অবদানের জন্য নয়, তাঁরা যেনো উইকিপিডিয়ার ভালো পাঠকও হন। বিনামূল্যে জ্ঞান ছড়িয়ে দেবার জন্যই তো উইকিপিডিয়ার জন্ম। আর দেশি-বিদেশি সংগঠন যদি আমাদের আর্থিক সহায়তা দিতে প্রস্তুত থাকে, তবে আমাদের অব্যবস্থাপনার জন্য সেটা কাজে না লাগানো একটা চরম ব্যর্থতা।
উইকিপিডিয়া আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলে। তাই উইকিপিডিয়ানগণ নিজেদেরকে সহযোগিতা করার মাধ্যমেই চলতে পারবেন। এ কাজে নিয়মিত হতে পারার মতো উইকিপিডিয়ান কম হতে পারে, তবে আমার মতে সেটা কোনো সমস্যা নয়। কাজে আন্তরিক ও লেগে থাকার মানসিকতা সম্পন্ন অল্পকিছু মানুষ-ই চরম সাফল্য আনার জন্যে যথেষ্ট—এটা একটি প্রমাণিত সত্য। তাই আর্থিকভাবে ও পরিচালনাগতভাবে, দুভাবেই কিছু উইকিপিডিয়ান সক্রিয় হলেই পরিবর্তন আসবে। At First, Break The Ice and Lets Give It A Try....--তানভির (আলাপ | অবদান) ২২:৪৬, ৩০ আগস্ট ২০০৯ (UTC)


এখানে মোটা দাগে দুটো ব্যাপার আছে। একটা হল বাংলা উইকিপিডিয়া বিশ্বকোষের মান ও বাংলা উইকিপিডিয়ার প্রচার।

সংগঠন, প্রতিষ্ঠান, টাকা-পয়সা, আমলাতন্ত্র, দেশে ও বিদেশে ভ্রমণ করে সভা-সমিতি-সংগঠন করে উইকিপিডিয়ার প্রচার-প্রসার, সমাজে এর "সেবার কার্যকারিতা ও পরিধি" বৃদ্ধি, এগুলির সাথে উইকিপিডিয়ার বিশ্বকোষীয় মানের কোন সম্পর্ক নেই। বাংলা উইকিপিডিয়ার বর্তমান যে অবস্থা, তার প্রেক্ষিতে আমার কাছে এগুলি মার্কেটিং-জাতীয় কথাবার্তা, জনদরদী নেতার রাজনৈতিক বুলি-টাইপের কথাবার্তার মত শোনায়। এসব কথাবার্তা হতেই পারে। উইকিপিডিয়াতে বহু ধরনের ব্যবহারকারীই এসে থাকেন, একেক জনের লক্ষ্য একেক রকম। অন্য ভাষার উইকিপিডিয়াতেও নিশ্চয়ই এই টাইপের অনেক লোকজন আছেন। কিন্তু উইকিপিডিয়াকে একটা অনলাইন বিশ্বকোষ হিসেবে দেখলে এগুলির কোন প্রয়োজন পড়ে না। বাংলাভাষী মানুষ যত বেশি অনলাইনে আসবে (এবং ভবিষ্যতে অনলাইনে বাংলাভাষী মানুষের সংখ্যা বাড়তেই থাকবে, কমবে না), যত বেশি করে গুগল অনুসন্ধান দিবে, ততই সে বাংলা উইকিপিডিয়ার সাথে পরিচিত হবে। ইন্টারনেট প্রযুক্তিই আগামী বছরগুলিতে নীরবে ও অত্যন্ত শক্তিশালীভাবে বাংলা উইকিপিডিয়াকে বাংলাভাষী মানুষের অন্দরমহলে পৌঁছে দেবে, ঢাকঢোল পিটিয়ে, ব্যানার করে, চিৎকার চেঁচামেচি করে উইকির প্রচার করার দরকার পড়বে না। ওয়ারলেস ইন্টারনেট সংযোগ এখন মূল বাংলাভাষী অঞ্চলের সর্বত্র। ল্যাপটপে একটা ক্লিক করলেই বাংলা উইকিপিডিয়াতে ঢোকা যায়। কয়েকটা অক্ষর টাইপ করে মাউসের একটা ক্লিক। এর চেয়ে শক্তিশালী ও দ্রুত আর কিছুই না। এবং এটা অবধারিতভাবে ঘটবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা আরও শক্তিশালীভাবে ঘটবে। আমাদের প্রজন্মের যুবকেরা উইকিপিডিয়া কি এখনও বোঝে না, তাদের সভা-সেমিনার করে বোঝানো লাগে, আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চা বয়সেই গুগল বা অন্য সার্চ ইঞ্জিন হয়ে উইকিপিডিয়াতে ঢোকা শুরু করবে। ইন্টারনেট প্রযুক্তির বর্ধনশীল সহজলভ্যতাই উইকিপিডিয়ার প্রসারে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হবে। যেটা অবধারিতভাবেই নিকট ভবিষ্যতে ঘটবে, সেটা নিয়ে এত কষ্ট করার কী দরকার?

বাংলা উইকিপিডিয়াকে এখনও একটা পূর্ণাঙ্গ বিশ্বকোষ বলা চলে না। অনেক নিবন্ধ এখনও ভাল বিশ্বকোষীয় পর্যায়ের নয়। এবং অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধ (প্রায় হাজার দুয়েক হবে) এখনও ঠিকমত লেখা হয়নি। একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডে এখনও বাংলা উইকিপিডিয়া পৌঁছতে পারেনি। উইকিপিডিয়াকে পুঁজি করে টাকা পয়সা উপার্জনের চিন্তা-ভাবনা না করে এর মান উন্নয়নের চিন্তা-ভাবনা করা উচিত। উইকিপিডিয়া সিডি করার কথা ছিল, ওটা করতে পারলে একটা জেনুইন প্রচার হত। এবং সেটা এখনও করা সম্ভব।

উইকিপিডিয়া কোন ব্যবসা প্রতিষ্ঠান না। এখানে যারা অবদান রাখেন, তারা স্বেচছায় অবদান রাখেন, তারা এখানে কারও চাকরি করেন না, কারও অর্ডার নেন না। উইকিপিডিয়াতে অবদান রাখার জন্যই তারা ধন্যবাদের যোগ্য, কেন না এটাই খুব কম লোক করে থাকে। তাদের কাছ থেকে এর বেশি প্রত্যাশা করাটা অন্যায়। উইকিপিডিয়ার প্রচার-প্রসার নিয়ে যত ডায়ালগ, যত বক্তৃতা, যত সভা-সেমিনারই হোক না কেন, উইকিপিডিয়ার মানের সাথে এর কোন প্রত্যক্ষ সংযোগ নেই। বহু ঢাকঢোল পিটিয়ে মাসে দশটা করে নতুন ব্যবহারকারী আনা হল, তারা দুয়েক দিন সাত-আটটা গৌণ সম্পাদনা করলেন, তারপর চলে গেলেন --- এটাতে উইকির কিছুই হয় না। এভাবে বিশ্বকোষের বাহ্যিক প্রচার-প্রচারণা হয়, হাঁটাহাঁটি, দৌড়দৌড়ি, বাস/ট্রেন/প্লেনে ভ্রমণ, চা-নাশতা-আড্ডা সব হয়, অনেক টাইম পাস হয়, মজা হয়, কিন্তু মানসম্মত বিশ্বকোষের নির্মাণ হয় না। বিশ্বকোষ নির্মাণ করতে হলে আপনাকে লিখতে হবে, ও সম্পাদনা করে লেখার মান ঠিক করতে হবে। যে বিশ্বকোষ এখনও বিশ্বকোষীয় মানেই পৌঁছেনি, সেটা তাড়াহুড়া করে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে কী হবে?

বাংলা উইকিপিডিয়া এখনও মোটামুটি ঠিকই আছে। তার ঠিকই "অগ্রগতি" হচ্ছে। সে তার নিজের গতিতে আগাচ্ছে। --অর্ণব (আলাপ | অবদান) ২২:৫৫, ৩০ আগস্ট ২০০৯ (UTC)

বাংলা উইকিপিডিয়ার সিডি প্রকল্পের মতো দারুণ গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আবার সামনে আনার জন্য জাহিন ভাইকে ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ০০:১৯, ৩১ আগস্ট ২০০৯ (UTC)
ধন্যবাদ জাহিন ভাই আপনার বক্তব্য প্রকাশ করার জন্য। আমি এবং বিশ্বাস করি আমার মত যারা উইকিপিডিয়াতে অবদান রাখছেন কেউই আপনার মত মায়ের পেট থেকে উইকিপিডিয়ার নাম শুনে এবং কিভাবে অবদান রাখতে হয় তা জেনে আসিনি। বরঞ্চ ডাকা ডাকি, বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা, বক্তৃতা, সভা-সেমিনার থেকেই জেনেছি এবং উইকিপিডিয়াতে এসেছি। আপনার মত অসাধারণ লোক বাংলাদেশে দ্বিতীয়টি হওয়ার সম্ভবনা এক মাত্র খোদাই জানে। আমার জানা মতে আপনাকে ক্লোন করা ছাড়া সম্ভব না!!! আপনার হয়তো এগুলো করার সময় নেই। তার পরেও আমাদের সাথে যোগ দিন, আমাদের অসযোগীতা না করে সহযোগীতা করুন। আর আলোচনা মেইলিং লিস্টে করলে খুবই কৃতার্থ হবো।-বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫১, ৩১ আগস্ট ২০০৯ (UTC)
উইকিপিডিয়াতে অবদান রাখা কোন জটিল ব্যাপারই না। এটার জন্য সভা-সেমিনার করা লাগে না। ইন্টারনেটে ঢুকে মানুষ যদি বাংলায় ব্লগ অ্যাকাউন্ট খুলে হাজার হাজার এন্ট্রি লিখতে পারে, এবং বাংলাদেশে এরকম মানুষ শত শত, হাজার হাজার আছে, বাংলা ব্লগুগুলি দেখলেই বোঝা যায়, তাহলে তারা বাংলা উইকিপিডিয়াতেও অ্যাকাউন্ট খুলে সুন্দর বাংলা লিখতে পারে। আসল কথা হল বিশ্বকোষ লেখা বেশির ভাগ লোকের কাছে বোরিং একটা কাজ, পড়াশোনা জাতীয় কাজ, ঠিক বিনোদনমূলক কাজ তো এটা নয়। আর বাঙালি পারলে ক্লাস ফাঁকিই দেবে, ক্লাসে বসে বসে পড়াশোনা করবে না। এটাই উইকিতে লোক বেশি না হবার প্রধানতম কারণ। আড্ডা মেরে বাংলা উইকির লাভ কী হবে আমি জানি না। আমি জানি কী করে উইকিতে লিখতে হয়, কী করে সম্পাদনা করতে হয়, এবং কী করে যারা এখানে লাইভ অবদান রাখছেন, তাদেরকে যথাসম্ভব সাহায্য করা যায়। এ পর্যন্ত বহু ব্যবহারকারীকে সাহায্য করেছি, করেও যাব। এটাই আমার কাছে এ মুহূর্তে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। যদি উইকিপিডিয়া একটা ভাল জায়গায় চলে আসে, তখন রাতদিন বসে আড্ডা-উৎসব, সভা সেমিনার, আনন্দ ফুর্তি করা যাবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:০৫, ৩১ আগস্ট ২০০৯ (UTC)
আমি নিজেও বাইরের প্রচারণা থেকেই উইকিপিডিয়া সম্মন্ধে জেনেছি এবং অবদান শুরু করেছি। যা হোক সহযোগীতা আশা করা তো দোষের নয়, আর ব্যাপারটাতে আন্তরিক আর সৎ থাকলে ভালো বৈ খারাপ হওয়ার সম্ভবনা খুব কম। জাহিন ভাই খুব সুন্দর করে ফ্যাক্ট টা আমাদের বলেছেন, কিন্তু কথাটা হতাশাবাদীদের মতো, আমাদের আশা নিয়ে চেষ্টা করতে হবে বলেই মনে করি। জাহিন, বেলায়েত, রাগিব, জয়ন্ত, ভাইদের মতো যারা নিয়মিত এখানে কাজ করেন এবং তা তাঁদের ভালো গুণের জন্যেই। কমিউনিটির বাইরেও এমন মানুষ হয়তো আছে, কম-বেশি তাঁদেরকে আনার জন্যই এই প্রচারণা চেষ্টা। আর সাহায্য করার চেষ্টা উইকির সব ব্যবহারকারী-ই পরস্পরকে করে থাকেন বলে এ ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখে এসেছি। যা হোক, এখানে আমার মন্তব্য আপাতত এখানেই শেষ। বাকিটা মেইলিং লিস্টেই করবো খন।--তানভির (আলাপ | অবদান) ০৯:০৬, ৩১ আগস্ট ২০০৯ (UTC)



2009/8/31 Belayet Hossain <bellayet@gmail.com>

আমার মতে আমাদের প্রয়োজন উইকিপিডিয়ার প্রচার বাড়ানো এবং এ সাথে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উইকিপিডিয়ায় অবদানকারীর সংখ্যা বাড়ানো। সেই সাথে বিভিন্ন ধরণের জনগোষ্ঠী যেমন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ডাক্তার, আইনজীবি, সাংবাদিক সহ বিভিন্ন পেশা গোষ্ঠির সাথে সম্পর্কে গড়ে তোলা এবং তাদেরকে উইকিপিডিয়া মুখি করা। আমরা যদি অবদানকারীর সংখ্যা এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ এমন পেশাজীবি মানুষকে উইকিপিডিয়ামুখি করতে পারি তাহলে তানভির এবং জয়ন্তদার যা বলেছেন, ভাল নিবন্ধের সংখ্যা যেমন বাড়বে, নির্বাচিত নিবন্ধের সংখ্যাও বাড়বে।

এখন প্রশ্ন হল কিভাবে সম্ভব? আমরা কিভাবে প্রচারণা বাড়াবো? কিভাবে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান করা সম্ভব? কারা এই অনুষ্ঠানগুলোর আয়োজন করবে? বিভিন্ন পেশাগোষ্ঠীর সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা সম্ভব?  প্রচারণা বাড়ানো এবং অনুষ্ঠান আয়োজনের জন্য টাকা কোথায় পাওয়া যাবে? কারা আমাদের সাহায্য করতে পারে? কিভাবে সাহায্য করতে পারে? কারা এ বিষয়গুলোতে নেতৃত্ব দিবে এবং সমন্বয় করবে?

আমি শেষ প্রশ্নের উত্তর আমার মতো করে দিতে পারি,
যেহেতু উইকিপিডিয়াতে উইকিপিডিয়ানরা অবদান রাখেন। উইকিপিডিয়ার প্রতি তাদের রয়েছে ভালবাসা, একে এগিয়ে নেওয়ার ইচ্ছা। তাই উইকিপিডিয়ার অগ্রগতিতে সকল কার্যক্রমে উইকিপিডিয়ানদেরই নেতৃত্ব দিতে হবে। উইকিপিডিয়াতে যেমন সবাই অবদান রাখতে পারেন। যে কোন বিষয়ে নিজে দায়িত্ব নিয়ে কোনো নিবন্ধ বা কোনো বিষয়ের নিবন্ধগুলোর মান বৃদ্ধি করে থাকেন। উইকিপিডিয়ার বাইরেও উইকিপিডিয়ার জন্য এ সমস্ত কাজে তাদেরই নেতৃত্ব দিতে হবে। অন্য কেউ এ জন্য তাগিদ বোধ করবে না। এর জন্য উইকিপিডিয়ানদের যা করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে। এক হয়ে কাজ করতে হবে। উইকিপিডিয়া ব্যাপারটি এখনও আমাদের দেশে ভার্চুয়াল বা শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তা শুধু ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, একে বাস্তব জীবনেও একে আনতে হবে, কারণ এর প্রভাব পড়তে বাস্তব জীবনেই। উইকিপিডিয়ার প্রভাব যদি মানুষের সামাজিক জীবনে, শিক্ষায় না পড়ে তাহলে, উইকিপিডিয়া অকার্যকর হয়ে পরবে এবং অকার্যকর কোনো কিছুই বেশি দিন থাকে না। তাই উইকিপিডিয়াকে বাঁচাতে হলে উইকিপিডিয়ানদেরই এর সকল রকম কার্যক্রমে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ প্রশ্নটির উত্তরের সাথেই অন্যান্য প্রশ্নগুলোর উত্তর জড়িয়ে আছে, কারা উইকিপিডিয়ার প্রচারের জন্য কাজ করবে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে? উত্তর উইকিপিডিয়ানগণ। এবং এখানেও তাদের একত্র হতে হবে। কারও একার পক্ষে কোনো অনুষ্ঠান বা কার্যক্রম করা সম্ভব নয়। যত বেশি উইকিপিডিয়ান এক সাথে হয়ে কাজ করতে পারবে, তত কার্যকর এবং বড় পরিসরে অনুষ্ঠান করে উইকিপিডিয়ার প্রচারণা, অবদানকারী বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা সম্ভব হবে।

বিভিন্ন জনগোষ্ঠির সাথে সম্পর্ক কারা তৈরি করবে? উত্তর ব্যক্তিগত ভাবে কোনো উইকিপিডিয়ান এ কাজটি করতে পারেন অথবা উইকিপিডিয়ানদের ঐক্যবদ্ধ কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে এ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। একজন উইকিপিডিয়ান ব্যক্তিগত ভাবে হয়তো খুব বেশি মানুষের সাথে সম্পর্ক তৈরি বা যোগাযোগ রাখতে পারবে না, কিন্তু উইকিপিডিয়ানদের কোনো প্রতিষ্ঠানের পক্ষে তা খুব সহজেই সম্ভব। কারণ কোনো উইকিপিডিয়ানদের সংঘবদ্ধ কোনো প্রতিষ্ঠানের যে সম্মিলিত শক্তি এবং পরিচয় হবে তা অবশ্যই ব্যক্তিগত পর্যায়ে করা সম্পর্কের চেয়ে অনেক দৃঢ় এবং কার্যকর হবে। এর অর্থ হল উইকিপিডিয়াকে কার্যকর ভাবে এগিয়ে নিতে অবশ্যই আমাদের উইকিপিডিয়ানদের ঐকবদ্ধ হওয়া এবং উইকিপিডিয়ানদের একটি কার্যকর প্রতিষ্ঠানের দরকার।

প্রচারণা বাড়াতে বা অনুষ্ঠান করতে টাকা কোথায় পাওয়া যাবে? উত্তর দেশে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা উইকিপিডিয়ার প্রচারে এবং প্রসারে পৃষ্ঠপোষক হবেন। অনুষ্ঠানের টাকা তারাই দিবেন। এতে প্রশ্ন হলো তারা টাকা কাকে দিবেন? কোনো ব্যক্তিকে কোন প্রতিষ্ঠান এ কাজের জন্য পৃষ্ঠপোষকতা করবে না, ব্যক্তিগত পর্যায়ে এ কাজের জন্য টাকা পাওয়াটাও কঠিন। তাহলে টাকা পাওয়ার জন্য অবশ্যই দরকার কোনো প্রতিষ্ঠানের। এবং তা হতে হবে উইকিপিডিয়ানদেরই প্রতিষ্ঠান, কারণ উইকিপিডিয়াকে গড়ে তুলছে উইকিপিডিয়ানগণ এবং তারাই এ ক্ষেত্রে বেশি বিশ্বাসযোগ্য। দেশের বাইরের উইকিপিডিয়ানগণও অনেকে ইচ্ছুক, কিন্তু প্রশ্ন ঐ একটাই "এ কাজের জন্য টাকা কাকে দিবে?" তাই আবারও উল্লেখ করছি উইকিপিডিয়ার প্রসারে এবং কার্যকর ভাবে এগিয়ে নিতে অবশ্যই উইকিপিডিয়ানদের ঐকবদ্ধ হওয়া এবং উইকিপিডিয়ানদের একটি কার্যকর প্রতিষ্ঠান তৈরির প্রয়োজন।

আমরা উইকিপিডিয়ানগণ যদি ঐক্যবদ্ধ হতে পারি আমার মনে হয় না বাকী প্রশ্নগুলোর উত্তর পাওয়া কষ্টকর হবে। তাই আমাদের এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। দেশী বিদেশী অনেক প্রতিষ্ঠানই আমাদের সাহায্য করতে প্রস্তুত, যদি আমরা উইকিপিডিনদের একত্র করে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। যার মাধ্যমে উইকিপিডিয়ার জন্য বাস্তবিক জীবনে আরও কার্যকর ভাবে কাজ করা সম্ভব।

একটি কথা না বললেই নয়, উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি আমাদেরকে দেখতে হবে অন্যান্য ভাষার উইকিপিডিয়ানরা কি করছে। মনে রাখতে হবে তাদের সাথে প্রতিযোগীতা শুধু নিবন্ধ সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, ঐ ভাষার উইকিপিডিয়া ঐ সমাজে মানুষকে কতটা কার্যকরী ভাবে সেবা দিতে পারছে, এবং কতটা কার্যকরী ভাবে ঐ ভাষার উইকিপিডিয়ানরা কাজ করছে সেক্ষেত্রেও প্রযোজ্য। উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন সহ অন্যান্য সম্মেলনের এ কাজের মূল্যায়ন করা হয়। আমাদের কাজে অন্যান্যদের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। দেশের মধ্যে, দেশের বাইরের সকল উইকিপিডিয়ানদের এগিয়ে আসতে হবে।

তানভির এবং জয়ন্তদাকে অনেক অনেক ধন্যবাদ ইমেইল করার জন্য। আশা করবো আপনারা আলোচনা চালিয়ে যাবেন এবং বাংলা এবং ইংরেজী উইকিপিডিয়ান যারা এ মেইলিং লিস্টে যোগ দেন নি তাদের এতে যোগ দিতে আমন্ত্রণ জানাবেন এবং এ আলোচনায় অংশ নিতে অনুরোধ করবেন। আমার পক্ষ থেকে আমি সকল উইকিপিডিয়ানদের উইমিডি বিডি মেইলিং লিস্টে যোগ দেওয়ার অনুরোধ করছি এবং এ আলোচনায় অংশ নিতে অনুরোধ করছি।

বড় ইমেইলের জন্য দুঃক্ষিত। ইমেইলটি আমি বাংলা উইকিপিডিয়ার প্রশাসকের আলোচনা সভাতেও পোষ্ট করেছি।

বেলায়েত
উইকিমিডিয়া বাংলাদেশ
 


2009/8/30 goutam roy <gtm_roy@yahoo.com>
তানভীর ভাইয়ের সাথে একমত যে, ফিচার্ড আর্টিকেল বাড়ানো দরকার। যারা অনুবাদে দক্ষ, তাঁরা খুব সহজেই এটা করতে পারেন ইংরেজি ফিচার্ড আর্টিকেলগুলোকে বাংলা করে। সেক্ষেত্রে হাতের পাঁচের মতো আরেকটি উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে কন্ট্রিবিউটররা শুধু ইংরেজি ফিচার্ড আর্টিকেলকে বাংলা করার পেছনে সময় দিবেন। ধন্যবাদ।
 
Goutam Roy
Research Associate
Educational Research Unit
Research and Evaluation Division
BRAC
75 Mohakhali, Dhaka 1212.

Phone: +88-02-9881265 Ext. 2707
+88-01712-018951


Web: www.brac.net/research, www.bdeduarticle.com



From: Tanvir Rahman <wikitanvir@hotmail.com>
To: bnwiki - Mailing list <wikimedia-bd@lists.wikimedia.org>
Sent: Sunday, August 30, 2009 7:18:50 PM

Subject: Re: [Wikimedia-BD] বাংলাদেশের প্রেক্ষিতে উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি ভাবছেন?

প্রথমেই উইকিপিডিয়া পাতাগুলোতে সময় ও শ্রম দেওয়ার জন্য জয়ন্তদাকে ধন্যবাদ।

এবার যা বলবো তা হচ্ছে, এসব খুবই স্বাভাবিক। বর্তমানে ইংরেজি উইকিরি রেজিস্টার্ড ব্যবহারকারী এক কোটির ওপর, কিন্তু কাজ করেন বলতে গেলে কয়েক লাখ। আর বাঙালি ইন্টারনেট ইউজারের সংখ্যা কম, এটা একটা বড়ো প্রতিবন্ধকতা। বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেট ব্যবহারকারী বেশি, মূলত ছাত্ররাই ভলান্টিয়ারের কাজে সবসময় নিবেদিত হয়, আর তাঁরা পারেনও। এছাড়াও আছেন প্রবাসীগণ। তবে আমরা ক্যাম্পেইন করবো, একজন আসলেও তো অনেক কিছু, তিনি যতোটুকু অবদানই রাখুন না কেনো। আরেকটা স্থান হচ্ছে, বাংলা ব্লগার কমিউনিটিতে। সেখানে আমাদের উইকি প্রচারণামূলক ব্লগিং বাড়াতে হবে। সামহোয়ারে তো রাগিব ভাই ও বেলায়েত ভাই প্রায়-ই লিখছেন। সেখান থেকে প্রায়ই ইউজার উইকিতে আসেন। তাঁদের একটা সুবিধা যে, তাঁদের লেখার হাত ভালো। নিয়মিত লেগে থেকে কাজ করলে ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়বে, আশা করছি সেই সাথে ঝরে পড়ার হারও কমবে।

সামনে বাংলা উইকিপিডিয়ার লক্ষ্য যেটা হতে পারে (অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি নতুন হওয়ায় অপরিপক্ক মনে হতে পারে) তা হচ্ছে, ফিচারড আর্টিকলের সংখ্যা বাড়ানো এবং নুন্যতম পাঁচ-সাত হাজার সম্পূর্ণ নিবন্ধ তৈরি করা এছাড়া যেসব বিষয়ে নিবন্ধ নেই, সেগুলো খুঁজে যোগ করা। কয়েকটি বিষয়ের নিবন্ধের সংখ্যা বাড়িয়ে ও সমৃদ্ধ করে প্রবেশদ্বার তৈরি করা।

তানভির
http://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Wikitanvir

Date: Sun, 30 Aug 2009 01:30:47 +0530
From: jayantanth@gmail.com
To: wikimedia-bd@lists.wikimedia.org
Subject: Re: [Wikimedia-BD] বাংলাদেশের প্রেক্ষিতে উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি ভাবছেন?

আমি এখন উইকিপিডিয়া পাতাগুলিকে তৈরি ও অনুবাদের কাজে মনঃসংযোগ করার চেষ্টা করছি। যাতে  নতুন ব্যবহারকারি এসে সহজেই তার প্রশ্নের উত্তরগুলি জানতে পারেন।বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং স্কুল-কলেজগুলোতে ক্যাম্পেইন  করতে পারলে তো ভালোই হয়। তবে অনেক ক্ষত্রেই দেখা গেছে একটা অ্যাকাউন্ট হয়েছে ও ব্যবহারকারির পাতাটা হয়েছে,কিন্তু কোন বিশেষ অবদান হয়। উইকিতে যে মানুষ প্রায় সেচ্ছায় এসেছেন তারা পার‌্য রয়ে গেছেন। জোর করে ধরে বেধে আনলে হয়ে না। বাংলাদেশ থেকে তবু কিছু মানুষ আসছেন, আমাদের ভারতের অবস্থা তো তথৈবচ।

জয়ন্ত




check out the rest of the Windows Live™. More than mail–Windows Live™ goes way beyond your inbox. More than messages


_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?



--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?



--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?