আশা করি, আরও বাংলাদেশী উইকিপিডিয়ান এবং আগ্রহীরা এই ফেলোশিপে আবেদন করবে।
ক্যারিয়ার উন্নয়নে উইকিমিডিয়া ফেলোশিপ প্রজেক্ট একটি কার্যকরী প্রকল্প বটে।

ধন্যবাদ ম্যাক ভাই। আপনার সাথে একমত। এখানে আরেকটু যোগ করি, সচারচর উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রতি ছয়মাস অন্তর নতুন ফেলোশিপের জন্য আবেদন গ্রহণ করে। আবেদন করার নির্দিষ্ট কোনো সময় নেই। যে-কেউ মেটা-উইকিতে প্রজেক্ট আইডিয়া জমা দিতে পারেন। এছাড়াও প্রজেক্ট আইডিয়া যে থাকতেই হবে তাও বাধ্যবাধকতা নেই। উইকিপিডিয়া ফেলোশিপের প্রক্রিয়া সম্পর্কে আরও জানা যাবে https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Fellowships/Process এই লিংকে।

তানভির