আমার জানা মতে প্রায় সব জায়গাতেই খতম তারাবি শেষ হয়ে গেছে। ফলে তারাবির নামাজেও বেশি সময় লাগার কথা নয়।

বেলায়েত
উইকিমিডিয়া বাংলাদেশ

2009/9/17 Tanvir Rahman <wikitanvir@hotmail.com>
আজকের অলাইন মিটিং বাংলাদেশের সময় রাত ১১:০০টায় অনুষ্ঠিত হবে, এবং মিটিং হবে সংক্ষিপ্ত।

যাঁরা তারাবির নামাজ ও শবে ক্বদরের নামাজ এ দুটো নিয়ে একটু সংশয়ে আছেন, তাঁদের উদ্দেশ্যে....

  • অধিকাংশ মসজিদেই তারাবির নামাজ ৯:১৫ থেকে ৯:৩০টায় শুরু হয়। এবং মূল তারাবির নামাজ শেষ হয়ে যায় ১০:৪৫-এর মধ্যেই। বিতরের নামাজ জামাতে না পড়লেই কিন্তু মিটিংটা ধরা যায়। আর বিতরের নামাজ জামাতে পড়ার কোনো তাগাদা নেই। অন্য সময় বিতরের নামাজ জামাতে হয়ও না।
  • আর মিটিং ছোট হওয়ায় তা ক্কদরের নামাজ-এ কোনো প্রভাব ফেলবে না। আপনারা সবাই ইনশাল্লাহ খুব বেশি হলে ১২:০০টার মধ্যে ফ্রি হয়ে যাবেন।

আশা করছি, আর কেউ আপত্তি তুলবেন না। অল্প সময়ের সভা, তাই সবাইকে এই সংক্ষিপ্ত মিটিং-এ সময়মতো উপস্থিত থাকার অনুরোধ।



তানভির
উইকিমিডিয়া বাংলাদেশ


With Windows Live, you can organize, edit, and share your photos.

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?