প্রিয় সবাই,

উইকিমিডিয়া বাংলাদেশের নব নির্বাচিত নির্বাহী পরিষদ ২০১৬-১৮ মেয়াদে দায়িত্ব পালনের জন্য নতুন ৩ জন অফিস বিয়ারার নির্বাচন করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে নির্বাহী পরিষদের প্রথম সভায় নিজেদের ভেতর ঐকমত্যের ভিত্তিতে এই তিনজন অফিস বিয়ারার নির্বাচিত করেন নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

অফিস বিয়ারার নির্বাচনের রেজোলিউশনটা পাওয়া যাবে এখানে:
নির্বাহী পরিষদের অফিস বিয়ারার নির্বাচন, ফেব্রুয়ারি ২০১৬

নির্বাচিত অফিস বিয়ারারগণ হলেন:

আলী হায়দার খান (সভাপতি)
নাহিদ সুলতান (সাধারণ সম্পাদক)
তানভির মোর্শেদ (কোষাধ্যক্ষ)

আগামীতে তারা উইকিমিডিয়া বাংলাদেশকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন আমি ব্যক্তিগতভাবে দৃঢ় বিশ্বাসী। সেই সাথে বিগত বছরগুলোতে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ করে দেওয়ায় আমি আপনাদের সকলের প্রতি অান্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি সামনে একজন নির্বাহী সদস্য হিসেবে আমি সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সমর্থ হবো।

আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলন আরও এগিয়ে যাক, এই কামনা।

তানভির রহমান
বিদায়ী সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী পরিষদের সদস্য
উইকিমিডিয়া বাংলাদেশ