+1

2017-01-16 7:45 GMT+06:00 Mahfuz Rahman <mahfuzbd.info@gmail.com>:
গতকাল ১৫ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় বগুড়া উইকিপিডিয়ানদের উদ্যেগে বগুড়া সরকারী আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে ‘উইকিপিডিয়া’-এর ১৬তম বার্ষিকী উৎযাপন উপলক্ষে এক কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া উইকিপিডিয়ানদের সমন্বয়ক মাহফুজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া উইকিপিডিয়ান সদস্য মোহাইমিনুল ইসলাম প্রিন্স, তাজবিউল হাসান, রাজু, রাখি রায়, রুমানা, সুমাইয়া আক্তার, মেহদী হাসান, আহসান হাবীব, অপূর্ব সরকার, শামীম হাসান, আব্দুর রহিম, রফিকুল ইসলাম, আব্দুল করিম প্রমূখ।

উল্লেখ্য, উইকিপিডিয়া একটি ওয়েব ভিত্তিক, বহুভাষীক, বিশ্বকোষ যা উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। ‘উইকি’ শব্দটির আভিধানিক অর্থ হাঁটা। 'উইকি উইকি' মানে দাঁড়িয়ে ছোট ছোট পায়ে হাঁটা। ‘উইকি উইকি ওয়েব’ সংস্কৃতিতে সবার ছোট ছোট অবদান যুক্ত হয়েই এই সাইটটির মত ক্রমবর্ধমান সংগ্রহ গড়ে ওঠে। উইকিপিডিয়া মোট ১ কোটি ৩০ লক্ষের মত নিবন্ধ রয়েছে যেগুলি সম্মেলিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় তৈরি হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সকল নিবন্ধে অবদান রাখতে পারে। জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার ২০০১ সালের জানুয়াারি মাসের ১৫ তারিখে এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি সব থেকে বড় ও সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসাবে ব্যবহৃত হয় এবং এখন পর্যন্ত ওয়েব জগতে ২৫০টিরও বেশি ভাষায় উইকিপিডিয়ার সংস্করণ রয়েছে।

--
শুভেচ্ছান্তে,
Mahfuz Rahman
Shere-Bangla-Nagar, Bogra.
Mob: 01715 - 61 62 80

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--
Moheen Reeyad
Global user | Moheen Reeyad on all Wikimedia Foundation's wikis
Executive Member, Wikimedia Bangladesh
Administrator, Bengali Wikipedia
moheenreeyad.xyz | Skype: moheen.reeyad
Imagine a world in which every single person on the planet is given free access to the sum of all human knowledge. —Jimmy Wales