জয়ন্তদা,

মনে কিছু করবেন না। সত্তরজন বৃত্তি নিয়ে যেতে আগ্রহী নাও হতে পারেন না, তাই না? আমার মনে হয় আপনাদের একটা ডেডলাইন ঠিক করে নিয়ে যে কয়জন বৃত্তি পেতে আগ্রহী হচ্ছেন তাদেরকে নিয়েই কাজ করা উচিৎ। সত্তর বা এইরকম সংখ্যা ঠিক না করে নেয়াই ভাল। তাতে অর্থের অপব্যবহার রোধ করা যাবে।

সেইসাথে যারা বৃত্তি নিয়ে নয় বরং নিজ খরচে যেতে চান তাদের জন্যেও আবাসনসহ কি কি সুযোগ-সুবিধার আয়োজন আপনাদের পক্ষ থেকে খোলাসা করে বললে ভাল হবে। ফেসবুকসহ কয়েকজন জায়গায় বৃত্তির লিংক আমার চোখে পড়েছে কিন্তু যারা নিজ খরচে যাবেন তাদের আপ্যায়ন-আয়োজনের ব্যাপারে কিছু নজরে পড়ে নি।

---
Shabab Mustafa

2014-11-23 0:52 GMT+06:00 Jayanta Nath <jayantanth@gmail.com>:

এখন পর্যন্ত ১০ জন ফর্মটি ফিল আপ করেছেন, দয়া করে সত্তর ফর্মটি ফিল আপ করুন। আমাওরা আমাদের সিদ্ধান্ত ও নিমন্ত্রন ( যা ভিসা পেতে লাগবে) মেইল করে পাঠাবো।

https://docs.google.com/…/1YEJsgzu3LJrzju6P2tiaAdm…/viewform


_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd