প্রিয় সুধি
আসসালা-মু 'আলাইকুম

আবারও আমরা হাজির হয়েছি উইকিবার্তার আরেকটা কিস্তি নিয়ে। স্বাগত আপনাদেরকে ২০১৯-এর প্রথম কিস্তিতে।

ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
https://wikibarta.wikimedia.org.bd

হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছেন... এখন থেকে উইকিবার্তা সিকিউর্‌ড সকেট লেয়ার (SSL) দিয়ে তথ্য আদান-প্রদান করবে, ফলে যাবতীয় তথ্যের আদান প্রদান হবে আরো নিরাপদ, ইনশাল্লাহ। ধন্যবাদ কারিগরী দলকে খুব দ্রুততায় কাজটি করে ফেলার জন্য।

বরাবরের মতোই আমরা, ফেসবুক কমেন্ট ফিচারের সহায়তায় আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করি - জানতে চাই আপনাদের মন্তব্য, ভালোলাগা, মন্দলাগা...।

ধন্যবাদ উইকিবার্তার প্রদায়কদের, সম্পাদকমণ্ডলীকে, কারিগরী দল এবং স্বেচ্ছাসেবকদেরকেও।

স্বাগতম!

Issue#4-Cover.png

Mayeenul Islam

Front-end Designer & WordPress Developer


email: wz.islam@gmail.com
blog: nishachor.com