আজকেই বাংলাদেশে অবস্থানরত উইকিমিডিয়ানদের বাংলা উইকিসম্মেলন ২০২৪-এ অংশগ্রহণের জন্য বৃত্তির আবেদন করার শেষ দিন, যারা এখনও আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন।

On Wed, 31 Jul 2024, 8:30 pm Shakil Hosen, <mds851913@gmail.com> wrote:
সুপ্রিয় সুধী,

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বৃত্তি নির্ধারণী উপদল শুধুমাত্র ভৌগলিকভাবে বাংলাদেশে অবস্থানরত উইকিমিডিয়ানদের জন্য বাংলা উইকিসম্মেলনে অংশগ্রহণের বৃত্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত উইকিমিডিয়ানগণ আগামী ৭ আগস্ট পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নতুন সময়সীমা পূর্বে প্রকাশিত বৃত্তির আবেদন পর্যালোচনা প্রক্রিয়ার সময়রেখায় কোনো প্রভাব ফেলবে না। বিশেষভাবে উল্লেখ্য যে, ৩১ জুলাইয়ের পর কোনোভাবেই বাংলাদেশের বাইরে থেকে আসা কোনো বৃত্তির আবেদন বিবেচনায় নেওয়া হবে না।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতা অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে করতে পারেন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে,

--
শাকিল হোসেন (he/him)
সদস্য, বৃত্তি নির্ধারণী উপদল