নব নির্বাচিত কার্যকরী কমিটির সকলকে এবং বাংলাদেশের উইকি আন্দোলনের সাথে জড়িত সকলকে আমার উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিগত জানুয়ারি মাসে আমার বাবা মারা যাওয়ায় এবং গত ২৭-২৮ জানুয়ারি বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আমি নির্বাচনে প্রার্থী থাকার পরেও নির্বাচন প্রক্রিয়ায় পুরোপুরি অংশগ্রহণ করতে পারিনি। তবে যারা নির্বাচিত হয়েছেন তারা সকলেই আমাদের বাংলাদেশের উইকি আন্দোলনকে আরো গতিশীল করে তুলবেন বলে প্রত্যাশা রাখছি এবং নিজেও সাধ্যমতো উইকিমিডিয়া বাংলাদেশ এর সকল কাজে অংশগ্রহণ করবো। সকলে ভালো থাকবেন।

শুভেচ্ছাসহ
মানিক সরেন


On Sat, Feb 3, 2024, 7:08 PM mak <mahayalamkhan@gmail.com> wrote:
নির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি!

আশা করি, নতুন নির্বাহী পরিষদ উইকিমিডিয়া বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও সফল করে তুলতে কাজ করবে। আপনাদের নেতৃত্বে বাংলা উইকিপিডিয়া (ও অন্যান্য উইকিমিডিয়া অন্যান্য কার্যক্রম) আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং বাংলা ভাষায় জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।

আপনাদের সফলতা ও উত্তরোত্তর উন্নতি কামনা করছি।

এছাড়াও, নির্বাচনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের অবদানই গুরুত্বপূর্ণ।

On Fri, Feb 2, 2024 at 6:58 PM Tanvir Rahman <wikitanvir@gmail.com> wrote:
সুধী,

আপনাদের সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার এজেন্ডার অংশ হিসেবে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সদস্যবৃন্দ ভোট প্রদান করেন। উল্লেখ্য, ভোট গ্রহণ প্রক্রিয়া গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয় যা অনলাইন ভোটিং সিস্টেম ইলেকশনবাডি ব্যবহার করে পরিচালনা করা হয়।

ভোটের ফলাফল অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দরা হলেন:

১. শাবাব মুস্তাফা (সভাপতি)
২. মাসুম আল হাসান (সাধারণ সম্পাদক)
৩. মহীন রীয়াদ (কোষাধ্যক্ষ)
৪. আলী হায়দার খান
৫. তানভির রহমান
৬. অংকন ঘোষ দস্তিদার
৭. আর কে হান্নান
৮. দোলন প্রভা
৯. তানবিন ইসলাম সিয়াম

উল্লেখ্য, নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ নিজেদের মধ্যে আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে অফিস বিয়ারার (সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ) নির্বাচন করেন।

নির্বাচনের ফলাফল ও নির্বাচন বিষয়ক সকল তথ্য পেতে দেখুন: https://bd.wikimedia.org/s/2i3
অফিস বিয়ারার নির্বাচনের রেজোলিউশন: https://bd.wikimedia.org/s/2ks

ভালো থাকুন সবাই। ধন্যবাদ।

তানভির
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-leave@lists.wikimedia.org
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-leave@lists.wikimedia.org