ভাই আমার ই-মেইল অ্যাড্রেসটা আপনাদের লিস্ট থেকে বাদ দেন। মেইল পেতে পেতে আমি ক্লান্ত।

আজকের এই ই-মেইলটা আবার এসেছে। যা পুরোনো বিষয়টি নতুন করে চাগাড় দিয়েছে। এই বিষয়টি যথেষ্ট নেতিবাচক একটি ভাবমূর্তি এই লিস্টের জন্য সৃষ্টি করেছে ও করছে। কিন্তু দুঃখজনক হলও সত্যি লিস্ট অ্যাডমিনের কাছে থেকে কোনো দায়িত্বশীল রিপ্লাই আমরা কেউ পাইনি এই বিষয়ে। আমি পূর্বে এই বিষয়ে ইমেইল করেছিলাম, অথচ সেখানেও সমস্যাটি সম্পর্কে একমাত্র লিস্ট অ্যাডমিন নির্বাক। স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি, লিস্ট অ্যাডমিন হিসেবে তাঁর দায়িত্ব তিনি সূচারুভাবে সম্পন্ন করতে পারছেন না।
আমি ব্যক্তিগতভাবে এরকম একটি পাবলিক মেইলিং লিষ্টের একাধিক লিস্ট অ্যাডমিন থাকার পক্ষে। এতে একজনের ওপর কাজের চাপ কম পড়ে। আমি তাই এই লিস্টে আরও নতুন দুই জন লিস্ট অ্যাডমিন যোগের অনুরোধ করছি।

@ উইকিমিডিয়া-বিডি লিস্ট অ্যাডমিন বেলায়েত
:

আপনি যাঁদেরকে তাঁদের অনিচ্ছায় লিস্টে যোগ করেছেন, অনুগ্রহ করে তাঁদেরকে ঐ ফর্ম দেখে, একটি একটি করে বাদ দিন। অনেক দিন ধরে এধরনের ই-মেইল যথেষ্ট সমস্যার সৃষ্টি করছে। আপনি বাদ দিতে না পারলে অন্য কাউকে লিস্ট অ্যাডমিন হিসেবে অ্যাসাইন করুন ও তাঁদেরকে লিস্টটি দিন। তাঁরা আশা করা যায় বাদ দেবেন। ধন্যবাদ।


তানভির

--
Tanvir Rahman
[[User:Wikitanvir]]
http://bit.ly/wikitanvir