আমি এখন উইকিপিডিয়া পাতাগুলিকে তৈরি ও অনুবাদের কাজে মনঃসংযোগ করার চেষ্টা করছি। যাতে নতুন ব্যবহারকারি এসে সহজেই তার প্রশ্নের উত্তরগুলি জানতে পারেন।বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং স্কুল-কলেজগুলোতে ক্যাম্পেইন করতে পারলে তো ভালোই হয়। তবে অনেক ক্ষত্রেই দেখা গেছে একটা অ্যাকাউন্ট হয়েছে ও ব্যবহারকারির পাতাটা হয়েছে,কিন্তু কোন বিশেষ অবদান হয়। উইকিতে যে মানুষ প্রায় সেচ্ছায় এসেছেন তারা পার্য রয়ে গেছেন। জোর করে ধরে বেধে আনলে হয়ে না। বাংলাদেশ থেকে তবু কিছু মানুষ আসছেন, আমাদের ভারতের অবস্থা তো তথৈবচ।
জয়ন্ত