অনেক ধন্যবাদ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য।Sincerely yours,
Kazi Mustafiz
Journalist & Social Activist
(Crime & Cyber Security Affairs)
Phone: +88 01826 09 75 77
eMail: kazimustafiz48@gmail.com, mail@kazimustafiz.com
______________________________________________________________________________________________উইকিমিডিয়া বাংলাদেশের এই পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর জন্য।উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী কমিটিকে ধন্যবাদ।রাফায়েল রাসেল------------------------------ Original message------From: Nahid SultanDate: Sat, Oct 6, 2018 3:34 PMTo: Wikimedia Bangladesh;Cc:Subject:[Wikipedia-BN] সাম্প্রতিক ‘পেইড এডিটিং’ বিতর্কে উইকিমিডিয়া বাংলাদেশের অবস্থান ও অ্যাকশনপ্রিয় সবাই,অাপনারা অনেকেই অবগত অাছেন যে, সম্প্রতি আমাদের বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের একজন নিয়মিত সদস্যের (নুরুন্নবী চৌধুরী (হাছিব)) বিরুদ্ধে পাবলিক মেইলিং লিস্ট এবং বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় ‘না জানিয়ে অর্থের বিনিময়ে উইকিপিডিয়ায় সম্পাদনার’ অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় আলোচনার মাধ্যমে তার প্রশাসক অধিকার বাতিলসহ সাইটে বাধাদান করে।[১] তিনি বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশেরও বোর্ড মেম্বার ছিলেন। যদিও বিতর্কটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় সম্পর্কিত, তথাপি সাংগঠনিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশ ব্যাপারটির গুরুত্ব বিবেচনা করে এ সম্পর্কে আলোচনা শুরু করে।একইসাথে উইকিমিডিয়া বাংলাদেশ যেহেতু বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করে সেহেতু সাংগঠনিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশও, উইকিমিডিয়া প্রকল্পসমূহের সকল নীতিমালা সমর্থন করে ও বাংলা উইকি সম্প্রদায়ের মতামতের প্রতি শ্রদ্ধাশীল।
উপরোক্ত বিতর্কের জেরে উইকিমিডিয়া বাংলাদেশের সকল পদ থেকে জনাব নুরুন্নবী চৌধুরী (হাছিব) বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দেন। বোর্ড তার আবেদনটি আমলে নিয়ে সর্বসম্মতিক্রমে তার নিয়মিত সদস্যপদসহ উইকিমিডিয়া বাংলাদেশের সাথে সব অ্যাফিলিয়েশন বাতিল করে একটি রেজোলিউশন পাশ করে যা গত ৩ অক্টোবর ২০১৮ তারিখে কার্যকর হয়েছে।[২]
বিগত দিনসমূহে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও সহায়তা করার জন্য আমরা জনাব নুরুন্নবী চৌধুরী (হাছিব)-কে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বোর্ডের পক্ষে,নাহিদ সুলতান, সাধারণ সম্পাদক
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd