প্রিয় উইকিমিডিয়া বাংলা পরিবার, বাংলাদেশাংশ
শুভেচ্ছা সবাইকে

জেনে খুশি হলাম: 
উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে একটি পরিচালনা কমিটি (Operations Committee) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম পরিচালনার দায়িত্ব এই কমিটির ওপর ন্যাস্ত থাকবে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড সংগঠনের নিবার্হী সদস্য ছাড়াও অন্যান্য সদস্যদের এই কমিটিতে নিয়োগ দিবে। 

আমার অভিব্যক্তি:
আমি গত 2002 সাল হতে দেশের বাইরে আইটি ফিল্ডে কার্মরত রয়েছি। এর পূর্বে ঢাকাস্থ দৃক মাল্টিমিডিয়ার সাথে যু্ক্ত ছিলাম এবং চাকুরীরত ছিলাম পান্থপথস্থ শেলটেক টাওয়ারে তৎকালে অবস্থিত এস.এস.বি. আই.আইটিতে মাল্টিমিডিয়া সফটওয়্যার ডেভলপার এবং ফ্যাকাল্টি ম্যাম্বার অব ডিপ্লমা ইন মাল্টিমিডিয়া হিসাবে। তাছাড়া দৃকের তত্ত্বাবধানে এর অঙ্গ প্রতিষ্ঠান পাঠশালায় তৎকালে পরিচালিত আইটি প্রশিক্ষণ শর্ট কোর্সে প্রথমে টিম লিডার ও পরে ফ্যাকাল্টি মেম্বার হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

আমি 2004 সাল হতে উইকিমিডিয়ার সাথে পরিচিত থাকলেও বিগত কয়েক বছর এর কাজের সাথে নিজেকে জড়িয়েছি ওতোপ্রোত ভাবে। 
যদিও বিগত উইকিম্যানিয়া লন্ডনে যাওয়া হয়নি তবে আমার প্রপোজাল প্রথম ধাপে মনোনয়ন অর্জন করতে সক্ষম হয়েছিল।
অপরদিকে, বাংলা দৈনিকে মাঝে মাঝে কলামও প্রকাশ পেয়ে থাকে।


উইকিমিডিয়া বাংলাদেশ পরিবারের সাথে সম্পর্ক তৈরী হওযার পূর্বে ব্যক্তিগত ভাবে আমি এতে কাজ করার জন্য উৎসাহিত করে তৈরী করেছি একদল কর্মীকে সেখানে এমনকি আমার স্ত্রীও রয়েছে যুক্ত। উইকিতে কাজ করা আমার একান্ত সখ হলেও বাংলা উইকিতে নিবন্ধ সংখ্যা বাড়িয়ে ভাষার জন্য একটি সম্মানজনক অবস্থান তৈরীতে রয়েছে মনস্তাত্বিক দায়বদ্ধতা। তারা গত বছর নভেম্বর মাসে তাদের আইডি তৈরী করলেও এখনো নতুন এবং কিছুটা দূর্বল অবস্থানের থাকার কারন, আমি রয়েছি দূরে। তবে ডিসেম্বরের প্রথম অার্ধে রয়েছে দেশে আসার পরিকল্পনা। তখন তাদের হাতে কলমে কাজটি বুঝিয়ে দেয়ার রয়েছে ব্যাপক প্রস্তুতি। আমার বিশ্বাস তারা এতে প্রাণশক্তিতে উজ্জিবীত হবে।


আমি প্রথম দিকে অন্য একটি আইডি হতে কেবল মাত্র ইংরেজী উইকিতে কাজ করলেও বর্তমানে নতুন আইডির মাধ্যমে ইংরেজী ও বাংলা উভয় পিডিয়াতে নিয়োমিত কাজ করতে অভ্যস্থ। এ কাজ করতে গিয়ে ইতিমধ্যে বাংলাদেশ উইকিমিডিয়ার অনেকের সাথে ব্যক্তিগত যোগাযোগও স্থাপিত হয়েছে।


পাশাপাশি অপরাপর 16 জনের মাঝে একজন হিসাবে নির্বাচিত হয়েছি কলিকাতায় আয়োজিত বাংলাপিডিয়ার 10ম বর্ষপূর্তীতে বাংলাদেশ হতে প্রস্তাবিত অংশগ্রহণকারী হিসাবে। 


এসকল বিষয়াদি এ জন্য তুলে ধরার কারন হল, যেহেতু আমি দেশের বাইরে থাকি তাই আপনারা যেসকল নিয়মিত মিটআপ- সভা আহ্বান করেন তাতে স্বশরীরে অংশগ্রহণ করতে অপারগ হই। কিন্তু আমি নিয়োমিত এ সকল বিষয়াদির খবরাখবর রাখি ও মেইলিং লিষ্টের মাধ্যমে আমার মতামত প্রকাশ করে থাকি। 


এমতাবস্থায় বাংলাদেশের পক্ষ হয়ে বাংলা ও ইংরেজী উইকিপিডিয়াতে নিয়োমিত সম্পাদনাকারী একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আলোচ্য উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড-এর সাথে নিজেকে যুক্ত করতে ইচ্ছুক। এ বিষয়ে আমার করনীয় ও পদ্ধতি জানালে কৃতার্থ হই। 

যেহেতু উইকিপিডিয়া একটি অনলাইন মাধ্যম তাই দেশের বাইরে থেকেও দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা থাকলে কোন অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া বর্তমানে আমি একাধিক অনলাইন অর্গানাইজেশানের সাথে যু্ক্ত যাদের নিয়ে অনলাইন কন্ফারেন্স করা আমার নিত্যকার অভিজ্ঞতা।

উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড সদস্যগণের প্রতি যথাযথ সম্মানের সহিত প্রত্যাশা, যারা বর্তমান পরিষদের সাথে যুক্ত থেকে গুরু দায়িত্বে রত রয়েছেন তারা এ বিষয়ে আপনাদের সাথে পথচলার সুযোগ সৃষ্টি করে আমাকে বাধিত করবেন।


-------------------------------------
ধন্যবাদান্তে
মোহাম্মদ ছরোয়ার আলম
উইকিপিডিয়া ব্যবহারকারী নাম: Sufidisciple
Mobile: +966 55 688 9731 (Whatsapp)
Skype: meduqtp



On Friday, November 28, 2014 6:20 PM, Tonmoy Khan <tonmoy.du@gmail.com> wrote:


প্রিয় সবাই,
 
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে একটি পরিচালনা কমিটি (Operations Committee) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম পরিচালনার দায়িত্ব এই কমিটির ওপর ন্যাস্ত থাকবে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড সংগঠনের নিবার্হী সদস্য ছাড়াও অন্যান্য সদস্যদের এই কমিটিতে নিয়োগ দিবে। উইকিমিডিয়া বাংলাদেশের সাংগঠনিক কাঠামোর একটি স্থায়ী অংশ হবে এই নতুন কমিটি। এতে করে সংগঠনের কর্মকান্ডে নানামুখী অভিজ্ঞতার সমন্বয় করা সম্ভব হবে। উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে দেশব্যাপী আয়োজিত হতে যাওয়া কর্মশালাগুলোকে সামনে রেখে নতুন এই কমিটির ঘোষণা করা হচ্ছে। তবে পরিচালনা কমিটির বিশদ কাঠামো পরবর্তীতে ঘোষণা করা হবে।
 
পরিচালনা কমিটির (Operations Committee) সদস্যগণ হলেন:

Publication & Technical:
১. নাসির খান সৈকত
২. মইনুল ইসলাম
 
Media & Communication:
১. নুরুন্নবী চৌধুরী হাছিব
 
Outreach:
১. তানভির মোর্শেদ
২. নাহিদ সুলতান
৩. মহীন রিয়াদ
৪. আর কে হান্নান (সুফী)
 
Finance & Planning:
১. আলী হায়দার খান (তন্ময়)
 
আমরা আশাবাদী যে, নতুন পরিচালনা কমিটি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমকে আরো গতিশীল করবে।
 
ধন্যবাদ
আলী হায়দার খান (তন্ময়)
কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশ


Ali Haidar Khan (tOnmOy)
Treasurer
Wikimedia Bangladesh

"ভাবুনতো এমন এক পৃথিবীর কথা, যেখানে প্রতিটি মানুষ সমস্ত জ্ঞান বাধাহীন ভাবে আদান প্রদান করতে পারবে। এটাই আমাদের অঙ্গীকার।"


_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd