শুভেচ্ছা..
চলতি বছরের হংকংয়ে অনুষ্ঠেয় উইকিমিডিয়ার বার্ষিক আয়োজন "উইকিম্যানিয়া ২০১৩" তে স্কলারশিপ প্রাপ্তদের ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে..চলতি বছর বাংলাদেশ থেকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান সৈকত এ স্কলারশিপ পেয়েছেন..সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় বারের মতো নাসির খান সৈকত যোগ দেবেন এ আয়োজনে..
অন্য আর কেউ কি স্কলারশিপ পেয়েছেন? পেলে এখানে জানান..বাংলা উইকিপিডিয়া থেকে অন্য আর কে স্কলারশিপ পেয়েছেন সেটা জানতেই মেইলটা করা..:)
--