প্রিয় সবাই,
শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। 

শুরুতেই নাহিদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে দারুন এক কর্মশালা হয়েছে নাহিদ এবং হান্নানের নেতৃত্বে। নাহিদের তথ্য অনুযায়ী এটা এখন পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশের স্কুল প্রোগ্রামের মধ্যে সেরা।

যাই হোক, আপনারা অনেকে জানেন আমি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উইকিপিডিয়া শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছি। উইকিপিডিয়া এডুকেশন প্রোগ্রামের আওতায় এ কার্যক্রমের চেষ্টা চালাচ্ছি যার অগ্রগতি বেশ ভালো। এরই অংশ হিসেবে গতকাল একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সাথে পরামর্শক্রমে তাদের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থীকে ইনটার্ন করার সুযোগ দিতে চাই। বিষয়টা আমাদের জন্য নতুন। তাই এটা পরীক্ষামূলক হতে পারে। সাংবাদিকতা বিভাগের সেই শিক্ষার্থী মূলত ৩ মাসের যে ইনটার্ন করে সেটাই করবে আমাদের সাথে, মানে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে। এ সময়ে সে আমাদের সাথে উইকিপিডিয়ায় কাজ করা, নিবন্ধ তৈরি, কর্মশালায় যুক্ত হওয়া, কোন ইভেন্ট থাকলে সেটাকে কাজ করা ইত্যাদি কাজ করবে। যেহেতু কোন অফিস সিস্টেম নেই তাই সে আমাদের ভার্চুয়াল কাজেই হেল্প করবে। তার সাথে সমন্বয় এবং পুরো কার্যক্রমটি আমি নিজেই পরিচালনা করবো। বিষয়টি  নিয়ে পরামর্শ চাই সবার। মানে, উক্ত ইনটার্নকে কি কি কাজ দেয়া যায়। একটা শুরু করতে পারলে ভবিষ্যৎতে আমরা নিয়মিত এটা করতে পারবো। 

উইকি লাভস মনুমেন্টস চলছে। আর বাকি ১০ দিন। ইতিমধ্যে প্রায় ১৩ হাজার ছবি আপলোড হয়েছে। এবার শুরু থেকে স্পন্সরের পেছনে দৌড়াতে দৌড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মশালা করার ব্যাপারটি পিছিয়ে গেছে। যাই হোক, শেষ দিকে হলেও আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের জন্য একটা কর্মশালা করবো। আরো ১/২টা বিশ্ববিদ্যালয়ে কথা বলতেছি, কনফার্ম হলে জানাবো।

হাছিব
-- 
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)
User: Hasive | GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia