মুনির ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি। বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলোর মান এবং পত্রিকায় এবং গবেষণাপত্রে এর ব্যবহারের কথা বলা হয়েছে, সে অবস্থাটি কিন্তু ইতিমধ্যে ইংরেজি উইকিপিডিয়ার রয়েছে। ছাত্রদের উইকিপিডিয়া সম্পর্কে ধারণা দিতে পাঠ্যবইয়ে সামগ্রিকভাবে উইকিপিডিয়া সম্পর্কে লেখা যুক্ত করা যেতে পারে। যেমন মহারাষ্ট্রে নিজস্ব ভাষার উইকিপিডিয়ার থাকার পরেও তারা ইংরেজি পাঠ্যবইয়ে ইংরেজি উইকিপিডিয়ার সম্পর্কে ছাত্রদের ধারণা দিয়েছে এবং পাশাপাশি ভারতের অন্যান্য ভাষার উইকিপিডিয়া সম্পর্কেও অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।
আসলে পাঠ্যবইয়ে উইকিপিডিয়া সম্পর্কিত চ্যাপ্টার বা লেখা যোগ করার কারণ ও উদ্দেশ্য কি হওয়া উচিত?
আমার মতে,
১. শিক্ষার্থীদের বিশ্বের অন্যতম বৃহৎ এবং উন্মুক্ত জ্ঞানের ভান্ডারের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যেখানে তারা উন্মুক্ত সংস্কৃতির (ওপেন কালচার) সাথে পরিচিত হবে।
২. শিক্ষার্থীদের সামনে সহযোগিতার একটি বড় উদাহরণ তুলে ধরা, যেন তাদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি হয়।
৩. শিক্ষার্থীদের নিজেদেরকে স্বশিক্ষিত করে গড়ে তুলতে একটি হাতিয়ারের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যাতে তারা নিজেদের উপরে আস্থা এবং ভরসা রাখতে পারে।
৪. শিক্ষার্থীদের নিজের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে একটি হাতিয়ারের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যাতে উইকিপিডিয়ার মাধ্যমে তারা নিজের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে সংরক্ষণ করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়া।
হয়তো আরও অনেক উদ্দেশ্য হতে পারে। অন্যরা কি মনে করেন, তা জানতে চাই।
কারণগুলো আমরা চিহ্নিত করতে পারলেই আমার মনে হয় উইকিপিডিয়ার কি বিষয়গুলো এবং কোথায় তা যুক্ত করা উচিত তার একটি ধারণা পাওয়া যাবে।
বেলায়েত
মুনির ভাইয়ের বুদ্ধিটা ভালো। সমর্থন করছি।2011/2/20 mak <mahayalamkhan@gmail.com>
2011/2/20 Munir Hasan <munir.hasan@bdosn.org>পাঠ্যপুস্তকে কোন বিষয় যোগ করার জন্য সেটির আইনী কোন বাধ্যবাধকতার দরকার নেই।
এখন নতুনে যে কারিকুলাম কমিটি হচ্ছে সেখানে অনুমোদিত হলেই বই-এ এটা চলে যাবে। এর জন্য সংস্থা বা ইত্যাদি দরকার নাই।
তবে, দাবী তোলার জন্য প্রচারণা দরকার। দরকার সাধারণের কাজে গ্রহণযোগ্যতা এবং প্রোপার ফোরামে তোলা।
পাঠ্যপুস্তক বোর্ডে এটি নিয়ে যাওয়াটা তেমন একটি সমস্যা নয় কিন্তু তারা স্ধিান্ত নেয় না। সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় এবং কিছু কমিটি। আমার ধারণা জোতীয় কারিকুলবম কমিটির গুটিকয়েক সদস্য হগয়তো উইকিপিডিয়ার নাম জানে!
কাজে, কাজটা সহজ হবে না।
তবে, ম্যাজিকটা হবে তখনই যখন বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলোর মান ভাল হবে, পত্রিকাগুলো সেগুলো রেফার করবে, গবেষকরব সেটির উদ্ধৃতি দেবে।
তিন নম্বরটা সবচেয়ে কঠিন। সেটি শুরু করার জন্য আমরা একটা বাংলা উইকি অসম্মেলন করবো বলে ঠিক করেছি। সেখানে শিক্ষামন্ত্রী আর বিজ্ঞান মন্ত্রীকে আনবো। আনবো শিক্ষা সচিব আর কারিকুুলাম কমিটির সদস্যদের।
পাঠ্যপুস্তকের দাবী জানাবো না তবে বলবো কোথায় কোথায এটি হয়েছে। তাতে, বলটা গড়াতে শুরু করবে।
একই সঙ্গে উইকির মানোন্নয়নের কাজ অব্যাহত রাখতে হবে।
খবরটি জানানোর আর বিভিন্ন প্রস্থাবনার জন্য ধন্যবাদ। চলতে থাকুক...
প্রিয় সকল,
আমি মুনির ভাইয়ের দিক নির্দেশনা সমর্থন করি। একটি অসম্মেলন (http://en.wikipedia.org/wiki/Unconference) করতে পারলে খুবই ভাল হতো।
শুভেচ্ছান্তে
মাহে আলম খান
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--
____________________________
Mayeenul Islam
Lifetime Student
e-mail: wz.islam@gmail.com
website: www.galleryM.110mb.com
blog: www.soothtruth.blogspot.com
* regular Contributor to Bānglā Wikipedia (my Wikipedia Profile)
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd