প্রিয় সবাই,
শুভেচ্ছা। আগামীকাল ৪ ডিসেম্বর ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে দুইদিনের সিএসই ফেস্টিভাল। অন্যান্য বারের মতো এবারও এ আয়োজনে থাকবে বাংলা উইকিপিডিয়া কর্মশালা এবং আলোচনা।
আগামীকাল উৎসবের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (ল্যাব এইডের পাশে) সকাল ১১টায় শুরু হবে বাংলা উইকিপিডিয়ার আয়োজন। আমি এবং আমাদের আরেক প্রশাসক নাহিদ সুলতান কর্মশালা এবং আলোচনাটি পরিচালনা করবো। আগ্রহী কেউ আসতে চাইলে চলে আসতে পারেন।
ধন্যবাদ।
~হাছিব
--
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)