প্রিয় সুধি
আসসালা-মু 'আলাইকুম
খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনের চেয়েও বড় আনন্দ হিসেবে বাংলা উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করলো। 🎉🎊 আর এই উপলক্ষকে সামনে রেখে উইকিবার্তা দল উদ্যোগ নিয়েছিল একটি বিশেষ সংখ্যা আয়োজন করবার জন্য...
এই লক্ষ্যে আমরা নতুনদের পাশাপাশি পুরোন সক্রীয় কিংবা বিস্মৃত অনেক উইকিপিডিয়ানকে অনুরোধ করেছিলাম এই উপলক্ষে নিজেদের অভিজ্ঞতা জানিয়ে লিখতে। অনেকেই শত ব্যস্ততার মাঝে লিখে পাঠিয়েছেন সেই অতীতের কথকতা। আবার অনেকেই নিজের ব্যস্ত জীবনের চাপে লিখতে পারেননি শেষ পর্যন্ত। তবে প্রায় সবাইকেই একত্র করে বাংলা উইকিপিডিয়ার অতীতকে জাগ্রত করবার একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম মন থেকে। কতটা পেরেছি, তা জানি না, তবে আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে।
ধন্যবাদ আপনাদেরসহ উইকিমিডিয়া বাংলাদেশকে, উইকিমিডিয়া বাংলাদেশের কারিগরী দল এবং স্বেচ্ছাসেবকদেরকে, উইকিবার্তার প্রদায়কবৃন্দ এবং সম্পাদকমণ্ডলীকে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরো বহুদূর যেতে চাই, ইনশাআল্লাহ।
এই সংখ্যার প্রায় সব লেখাই বিশেষ আকর্ষণীয়, তাই আলাদা করে কোনো নিবন্ধের নামোল্লেখ করতে চাই না।
উইকিবার্তার ওয়েব সংস্করণ পড়তে এখনই ক্লিক করুন: