সুধী,

সকলেই নিশ্চয়ই অবগত আছেন যে, উইকিপিডিয়ার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে বিভিন্ন অনলাইন ও অফলাইন আয়োজনে উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের Project and Event Grants-এর আওতায় Wikimedia Meta-তে একটি প্রস্তাবনা জমা দেয়া হয়েছে। সকলের কাছে অনুরোধ রইলো প্রস্তাবনাটির Endorsements অংশে সমর্থন/মতামত জানানোর।

* https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/TMorshed/Wikipedia_15_Celebration_in_Bangladesh

ধন্যবাদ।


Regards,
Tanweer Morshed