উইকিপিডিয়ার নিবন্ধগুলো অনুবাদ করার জন্য একটি টুল তৈরীর জন্য কাজ করা হচ্ছিলো বেশ অনেকদিন আগে থেকেই। সম্প্রতি বাংলা উইকিপিডিয়ায় বেটা ফিচার হিসাবে এটি সক্রিয় করা হয়েছে। উইকিপিডিয়ার যে কোনো নিবন্ধিত ব্যবহারকারীই এই টুলটি ব্যবহার করতে পারবে। টুলটি কিভাবে সক্রিয় করে ব্যবহার করতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়তে পারেন।
http://www.nasirkhn.com/blog/52-wikipedia-content-translation