সুধী,

গত ০৩ আাগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এর পাদদেশ রাজশাহী উইকিপিডিয়া মিটআপ, আগষ্ট ২০১৬ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর ২৩ জন উইকিপিডিয়ান অংশ নেয়।
মিট আপে সকল উইকিপিডিয়ানদের মধ্যে মতবিনময় অনুষ্ঠিত হয় এবং এতে উকিমিডিয়ার নির্বাহি সদস্য মাসুম-আল-হাসান রকি, রাজশাহীর সম্প্রদায় পরিচালক নাহিদ হোসেন, রাজশাহীর প্রথম উইকিমিডিয়ার নারী সদস্য কামরুন্নাহার কণিকা, উইকিপিডিয়ান শরিফুল ইসলামসহ আরও অনেকে উইকিপিডিয়া নিয়ে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা ব্যাক্ত করেন।
এছাড়া এতে "উইকি লাভস মনুমেন্টস-২০১৬" এবং চলতি বছরে "রাজশাহীতে অনুষ্ঠিতব্য উইকি সম্মেলন" নিয়ে আলোচনা করা হয়।

আলোচনার শেষের দিকে এতে অংশ নেয় রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা ফরিদ আক্তার পরাগ। তিনি উপস্থিত উইকিপিডিয়ানদের ছবি তোলা সম্পর্কে কিছু পরামর্শ দেন এবং ভবিষ্যতে উইকিপিডিয়ার সাথে সরাসরি যুক্ত থেকে অবদান রাখার আশাবাদ ব্যাক্ত করেন। উল্লেখ্য "রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি"  উইকি লাভস মনুমেন্টস-২০১৬ এর সহযোগী হিসেবে তাদের অন্তর্ভুক্তি ইতিমধ্যে চূড়ান্ত করেছে।

এছাড়াও এই দিন উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য হিসেবে নাম নিবন্ধন করেন মো: ওমর ফারুক।

মিটা আপ সম্পর্কে আরও জানতে এখানে দেখুন।
 

ধন্যবাদ

মাসুম-আল-হাসান রকি