সম্মানিত সহকর্মীবৃন্দ,
আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্প সমূহ এবং বাংলা ভাষায় এর কার্যক্রম সম্পর্কে আপনাদের অনেকেরই জানা। ২০০৪ সালে বাংলা উইকিপিডিয়া শুরুর মাধ্যমে বাংলা ভাষায় উইকিমিডিয়ার কার্যক্রম শুরু হলেও, এরপর উইকিমিডিয়ার আরও তিনটি প্রকল্প বাংলা উইকিসোর্স, বাংলা উইকি-অভিধান, বাংলা উইকিবই বাংলাভাষাতে রয়েছে।
উইকিমিডিয়া প্রকল্পগুলোর প্রসার এবং বিকাশ অনেকক্ষানিক নির্ভর করে প্রকল্পগুলোর প্রচারের উপর। এ সম্পর্কে যত মানুষ জানবে, তত বেশী আগ্রহী স্বেচ্ছাসেবক এবং অবদানকারী বেরিয়ে আসবে। আরও বেশি মানুষকে উইকিপিডিয়া সম্পর্কে জানাতে হবে, উইকিপিডিয়া পড়তে উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই এই পাঠকদের থেকেই এর অবদানকারী বেরিয়ে আসবে। কিন্তু এ কাজ সুষ্ঠ এবং কার্যকর ভাবে করতে আমাদের প্রয়োজন সংগবদ্ধ প্রচেষ্টা। এ প্রচেষ্টার মধ্যে অন্যতম হল,
লক্ষ্যণীয় হলো, এই Bangladesh Chapter কিন্তু কেবল বাংলা উইকিপিডিয়া-ভিত্তিকই না, বরং এটা হবে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভাষার উইকিপিডিয়ানদের এবং অ-উইকিপিডিয়ানদের মিলিত একটি সংগঠন। আমার জানা মতে বাংলাদেশে ইংরেজি, বাংলা, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উইকিপিডিয়াতে লিখেন এরকম অনেক কর্মী রয়েছেন। আরও লোকজন এবং সংগঠন আছেন যারা হয়তো নিয়মিত প্রকল্পসমূহে সক্রিয় নন কিন্তু উইকিমিডিয়া প্রকল্পের প্রতি তাদের সমর্থন এবং আগ্রহ আছে। এই চ্যাপ্টারটির অন্যতম কাজ হবে এসব বাংলাদেশীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পকে promote করা, এবং মুক্ত content এর ধারণাকে সারা দেশে ছড়িয়ে দেয়া।
এই উদ্দেশ্যে মেটা উইকিতে একটি পাতা খোলা হয়েছে, এই খানে, দয়া করে আগ্রহীরা ওখানে দেখুন। এছাড়া ইমেইলের মাধ্যমে যোগাযোগ এবং আলোচনা, তর্ক-বিতর্কের সুবিধার্থে শুধু বাংলাদেশের জন্য উইকিমিডিয়ার মেইলিং লিস্ট রয়েছে wikimedia-bd, আপনারা তাতে যোগ দিতে পারেন এবং আপনার পরিচিত আগ্রহী বন্ধুদেরও আলোচনায় আমন্ত্রণ জানাতে পারেন।
এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানতে এবং আলোচনায় অংশগ্রহণের সুবিধার্থে স্থানীয় চ্যাপ্টারের কাজ, চ্যাপ্টার খোলার প্রক্রিয়া ও নিয়মাবলী, এবং উদাহরণ হিসাবে Wikimedia India এবং Wikimedia Indonesia এর গঠনতন্ত্র দেওয়া হল।