সুধী,
আমি নিয়মিত না হলেও বস্তুনিষ্ঠু তথ্যের ভিত্তিতে Wikimedia এর বিভিন্ন Article সময় পেলে আপগ্রেড কই। আমি নিয়মিত কাজ না করলেও প্রায় ১৫ বছর ধরে  Wikimedia এর সাথে সংযুক্ত। পারিবারিকভাবে আমরা সমৃদ্ধ, এবং কক্সবাজারের বাসিন্দা। তাই কক্সবাজারের বিখ্যাত মানুষদের নিয়ে আমার কিছু Article আছে। তার মধ্যে ২টি ১৫ বছরের পুরানো (এরা আমার আত্মীয়)।
ইদানিং আমি Mohammad Ziauddin (army officer) নামে একটি Article যোগ করি। কর্নেল জিয়াউদ্দিন  একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। আমি এই Article এ ১০ এর অধিক রেফারেন্স যুক্ত করেছি। এরই মধ্যে Liz নামের একজন এটিকে ডিলিটের জন্য বলেছেন। একই সাথে আমার করা পুরানো আরো ৩টি Article কে ডিলিটের জন্য বলেছেন। এর মধ্য থেকে একটি এরই মধ্যে ডিলিট করা হয়েছে।  Mohammad Mafzalur Rahman কক্সবাজার জেলার প্রথম এম বি বি এস ডাক্তার ও কর্নেল ছিলেন। উনি স্বাধীনতার পর ঢাকা মেডিকেল কলেজের সুপার ও প্রিন্সিপাল ছিলেন, আর্মি মেডিকেল কোরের ডিরেক্টর ছিলেন। উনি নিজের এলাকায় সেচের জন্য নিজের উদ্যোগে খাল কেটেছেন, হাজার হাজার একর জমি চাষযোগ্য করেছিলেন। তার উপর উনি পাকিস্তান স্বাধীন হওয়ার পর চট্টগ্রাম সি এম এইচের প্রথম ভারতীয় কমান্ড্যান্ট ছিলেন। এসব কারণে আমি উনাকে  Wikimediaতে রেফেরেন্স সহ Article এ সংযুক্ত করেছিলাম। 
Waleed Ehsanul Karim ও তেমন একটি  Article। Waleed পাকিস্তান বিমান বাহিনিতে সোর্ড অফ অনার পাওয়া প্রথম বাংগালি পাইলট, পৃথিবীর সর্বকনিষ্ঠ স্যাবার জেট পাইলট। মতিউর রহমান বীর শ্রেষ্ঠ উনার কোর্স্মেট ছলেন। ইন্টারনেটে  মতিউর রহমান এর যত ছবি আছে তার বেশিরভাগই   Waleed এর তোলা। 
Waleed এর বাবা  Fazlul Karim কক্সবাজার পৌরসভার প্রথম মেয়র ছিলেন, এবং কক্সবাজারকে প্রথম আধুনিকায়ন করেন। নিজের ব্যাক্তিগত অর্থ আর বিদেশ থেকে ফান্ড এনে তিনি এই কাজ করেন। তিনি মুম্বাই থেকে প্রথম ঝাউবাগান এনে কক্সবাজারের বীচের স্থায়িত্ব বাড়াবার জন্য এতে রোপন করেন। তিনি কক্সবাজারকে পর্যটন নগরে পরিনত করতে এসব করেন। উনাকে নিয়ে বেশ কিছু বি আর সরকারী ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়েছি।

এসব কারণে আমি এই চারটি  Article যোগ করেছিলাম, এবং সময় সূযোগ পেলে এতে বিভিন্ন রেফারেন্স যুক্ত করি। এখন এই ৩টি Article কিভাবে রক্ষা করতে পারি, ও Mohammad Mafzalur Rahman কিভাবে ফেরত আনতে আনতে পারি সেই বিশয়ে অভিজ্ঞদের সহায়তা ও পরামর্শ চাচ্ছি। আমি পুরানো হলেও তেমন দক্ষ নই। তাই আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগোতে চাই। 

অনেক ধন্যবাদ
দাউদ করিম