মুনির হাসানসবার প্রস্তাব মতামত শুনতে চাই।ফান্ডিং এর জন্য আমরা লিখবো তবে না পেলেও করে ফেলব, ইনশা আল্লাহ।আর উদ্দেশ্য হবে - উইকির প্রসার, নতুন কিন্ত রিটেইনড এডিটর যোগাড় করা এবং দেশে একটা হাওকাউ লাগায় দেওয়া।আগামী ৭ দিন আমরা অনুষ্টানটির পরিকল্পনা করবো। তারপর কােজ নেমে যাবো।আমি বোর্ড চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে এসেছি। এখন ফরমাালাইজ করতে শুরু করবো।এর মধ্যে আমরা কিছু প্রতিযোগিতার চিন্তাও করতে পারি যাদেরকে ঐ কনফারেন্স/সামিট যে সামই দেই সেখানে পুরস্কৃত করা হবে।কী কী করবো সেটা নিয়ে আমরা এখান আলাপ করতে পারি।এটি আমরা প্রস্তাব নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে করার। দুইদিন ধরে করবো, একটা বিশ্ববিদ্যালয়ে।প্রিয় উইকিপিডিয়ানস,উইকিমিডিয়া কনফারেন্সে আমি বলে এসেছি আমরা এবছর ২০১৪ সালে বাংলা উইকির ১০ বছর পূর্তিতে একটা অনুষ্ঠান করবো, বড়সর করে।
সবাইকে রমজানের শুভেচ্ছা। রমাদান করীম।
--Munir Hasan
http://www.munirhasan.com
Coordinator, Youth Programme
Prothom Alo
General Secretary, Bangladesh Open Source Network (BdOSN)
General Secretary, Bangladesh Mathematical Olympiad Committee (BdMO)
Convener, FSIBL-BFF Children Science Congress 2013
President, Wikimedia Foundation Bangladesh
Asoka Fellow. http://www.ashoka.org/fellow/munir-hasan
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd