অনুরোধের খাতার মাধ্যমে প্রয়োজনীয় নতুন ভুক্তি তৈরী করা হচ্ছে। আমার মনে হয় একেবারে ছোট নিবন্ধগুলি বড় করার জন্য একটি প্রকল্প শুরু করা হলে ভালো হয়। কারন কিছু কিছু নিবন্ধের নাম "আবশ্যকীয় নিবন্ধ" তালিকায় থাকলেও সেগুলিতে খুবই অল্প লেখা। যেমন: ম্যাক ওএস, কৃত্রিম বুদ্ধিমত্তা,
হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ । এই রকম পাতাগুলির তালিকা তৈরী করে সেখানে আরও নতুন তথ্য যুক্ত করা যেতে পারে।

--

Nasir Khan Saikat
[নাসির খান সৈকত]
www.nasirkhan.co.cc
nasir8891.wordpress.com