প্রিয় সবাই,

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত দিতে পারেন। সবার মতামত অনুসারে আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনাদের মতামত জানাতে উইকিপিডিয়া আলোচনাসভা[১] অথবা ফেসবুক পোল [২] ব্যবহার করতে পারেন।

৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়)
* ৭ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়)


১. https://bn.m.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:আলোচনাসভা#দক্ষিণ_এশিয়া_উইকি_আন্দোলনের_কৌশল
২. https://m.facebook.com/questions.php?question_id=3736091269735257


ধন্যবাদ,
জনি