সুধী,
আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও প্রথম ধাপে আগ্রহী নতুন সদস্যদের আবেদন গ্রহণ করা হবে।
আগ্রহীরা এখনই আবেদন ফর্ম পূরণ করা শুরু করতে পারেন।
প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার লিংক (ফর্মটি গুগল পরিষেবা দ্বারা পরিচালিত):
<
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqDBH7AbN53o5sZRS0YiwA_RbVTSiMemUi22JbZ-m1ZXOPuA/viewform>
ফর্মের সংক্ষিপ্ত লিংক:
<
https://forms.gle/TNEdkQrQRdk8C2Jz9>
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যপদ নিবন্ধন দুই ধাপে সম্পন্ন হয়।
১. ফর্ম পূরণের মাধ্যমে সদস্যপদ প্রাপ্তির আগ্রহ প্রকাশ, যা বর্তমান চলমান
২. আবেদন মনোনীত হলে গৃহীত আবেদনকারীদের ই-মেইলে পাঠানো পরবর্তী করণীয় অনুযায়ী অগ্রসর হওয়া
উল্লেখ্য, নতুন সদস্য হতে আগ্রহী সকলের জন্য ফর্ম পূরণ আবশ্যক।
বাংলাদেশ সময় আগামী ৩১ জুলাই ২০২৩ রাত ১১:৫৯ পর্যন্ত আমাদের নতুন সদস্য গ্রহণ কার্যক্রম চালু থাকবে। আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন ফর্ম পূরণ করার অনুরোধ করছি।
এবার উইকিমিডিয়া বাংলাদেশ সাধারণ সদস্য (Regular Member) ও সহযোগী সদস্য (Supporting Member) — এই দুই ধরনের সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করছে। ২০২৩ সালের জন্য সাধারণ সদস্যপদের বাৎসরিক ফি ৫০০ টাকা এবং সহযোগী সদস্যপদের বাৎসরিক ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফর্মের শুরুতে বিভিন্ন সদস্যপদের যোগ্যতা ও নিয়মাবলীসহ প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত লিংক প্রদান করা হয়েছে। এছাড়াও নতুন সদস্য বিষয়ক কোনো প্রশ্ন থাকলে
membership@wikimedia.org.bd ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করছি।
সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
বিনীত,
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে,
তানভির রহমান