সুধী,
গতকাল ১লা আগস্ট ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে উইকিপিডিয়ার স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই স্কুল প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি এসব সঠিকভাবে ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৬০-৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতড়ন করা হয়। পুরষ্কার প্রদাণ করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন স্যার। এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে বিদ্যালয়ের সাংস্কিৃতিক ক্লাব ‘সংশপ্তক’। অনুষ্ঠানে উইকিমিডিয়ার পক্ষ থেকে আমি, তানভির মোর্শেদ, অঙ্কন ঘোষ, ইব্রাহিম মেরাজ ও আফিফা আফরিন উপস্থিত ছিলেন। এ ধরণের অনুষ্ঠান আরো নিয়মিত আয়োজন করা হবে যাতে উইকিপিডিয়া সম্পাদকদের পাশাপাশি এর পাঠক/ব্যবহারকারীও বৃদ্ধি পায়। এই আয়োজনের অন্যতম মূখ্য উদ্দেশ্য হলো ছোটদের মধ্যে উইকিপিডিয়া ব্যবহার জনপ্রিয়করণ :)

অনুষ্ঠানের সকল ছবি পাওয়া যাবে কমন্সের নিচের লিংকেঃ
https://commons.wikimedia.org/wiki/Category:Bangla_Wikipedia_School_Program_at_Motijheel_Government_Boys%27_High_School

ধন্যবাদ।

---
Nahid Sultan

User:NahidSultan on all Wikimedia Foundation's public wikis
Community Outreach Director of Wikimedia Bangladesh
http://wikimedia.org.bd

Facebook | Nahid Sultan
Twitter | @nahidunlimited