ব্যাপারটা সত্যিই খুব দুঃক্ষজনক। আমাদের সবাইকে হয় ঐ সকল ভুক্তিতে অন্তত একটি প্যারা যোগ করতে হবে না হয় অপসারণ করা দরকার। টেম্পলেটসর্বস্ব খালি নিবন্ধ প্রায় ২০০০ এর কাছাকাছি , ফলে অপসারণ করলে আমরা ২০০০০ এর নিচে নেমে যাব, সেক্ষেত্রে গ্রাফের অবস্থা আরও শোচনীয় হবে। এই সম্পর্কে আমাদের একটা সিন্ধান্তে আসা আশু প্রয়োজন।
জয়ন্ত