সুপ্রিয় উইকিপিডিয়ান ও প্রশাসকবৃন্দ,

সকলের জন্য উন্মুক্ত জ্ঞানের এক নির্ভরযোগ্য ভান্ডার হিসেবে গত এক দশকে উইকিপিডিয়ার উদ্যোগ সারা পৃথিবীর মানুষের জন্য একটি আশীর্বাদ হিসেবে বিবেচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল পৃথিবীর যেকোন প্রান্ত থেকে প্রতিনিয়ত তথ্য তাৎক্ষনিকভাবে উইকির জ্ঞানভান্ডারে সংযুক্ত হয়ে চলেছে। তথ্যের নির্ভযোগ্য সূত্র হিসেবে উকিপিডিয়াতে সাধারণত বইকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হয় যেকোন সংবাদপত্র, ব্লগ অথবা সাধারণ ওয়েবসাইটের তুলনায়। তাই উইকির প্রায় সকল ভাল নিবন্ধে সংশ্লিষ্ট বই থেকে প্রচুর তথ্যসূত্র ব্যাবহার করা হয়। পৃথিবীর যেকোন দেশের যেকোন বইকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য আইএসবিএন (ISBN) পদ্ধতি বর্তমানে সমগ্র বিশ্বে ব্যাবহৃত হচ্ছে। একটি বইয়ের শুধুমাত্র একটিই আইএসবিএন সংখ্যা হতে পারে। ফলে কোন বইয়ের শুধু আইএসবিএন সংখ্যা জানা থাকলেই পৃথিবীর যেকোন প্রান্তের যেকোন বই সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা সম্ভব।  বাংলাদেশেও প্রায় গত দুই দশক থেকে এর ব্যাবহার শুরু হলেও গত এক দশকে এর ব্যাবহার বহুল জনপ্রিয় হয় এবং বর্তমানে সরকারীভাবে এর বাধ্যাবাধকতার কারণে প্রায় সকল প্রকাশনীর সকল বইই আইএসবিএন নম্বর সহ ছাপা হচ্ছে।

উইকিপিডিয়াতে বর্তমানে যেসকল বইয়ের রেফারেন্স ব্যাবহার করা হয় তাতে আইএসবিএন এর বিপরীতে উইকির একটি বিশেষ পাতার লিঙ্ক থাকে। আইএসবিএন সম্পর্কিত এই বিশেষ পাতায় বিবৃত আইএসবিএন এর বিপরীতের বইটি সম্পর্কে তথ্য খুঁজে বের করার জন্য বিভিন্ন টুলস থাকে। এখন পর্যন্ত নীতিগতভাবে উইকিপিডিয়া নিজে বই সম্পর্কিত কোন তথ্যের ভান্ডার হিসেবে কাজ করে না, তার বদলে সংস্লিষ্ট বইটি সম্পর্কে তথ্য অনলাইনে কোথায় পাওয়া যাবে তার নির্দেশনা দেয়। ইংরেজী উইকিপিডিয়ার বুক সোর্স সম্পর্কিত পাতায় তিন ধরনের তথ্য পাওয়া যায়ত। প্রথমত বই সম্পর্কিত আন্তর্জাতিক তথ্যের ভান্ডারসমূহের লিঙ্ক যেমন (Worldcat, Internet Book Database, Shelfari) ইত্যাদি, একই সাথে উক্ত বই সংগ্রহের উৎসসমূহ (amazon.com, amazon.co.uk, abebooks.com ) ও সর্বশেষ দেশভিত্তিক ও আন্তর্জাতিক লাইব্রেরীসমূহে উক্ত বই সংক্রান্ত পাতার লিঙ্ক। ফলে বইটির সম্পর্কে জানা, বা লাইব্রেরী থেকে ধার নেয়া বা কেনার জন্য জন্য প্রয়োজনীয় সকল সূত্রই একজন পাঠক এই এক পাতা থেকে পেতে পারেন।

দুটির সম্মিলিত পাতা যেখানে সকল তথ্য একত্রে পাওয়া যায়। নিম্নের লিঙ্কটি সি প্রোগ্রামিং এর একটি বই সংক্রান্ত খোঁজের ফলাফল দেখাবে। 

http://en.wikipedia.org/wiki/Special:BookSources/9788176565547

বর্তমানে ইংরেজী বা বাংলা উইকিপিডিয়ার বই সম্পর্কিত এই বিশেষ পাতায় বাংলা বই সম্পর্কে সাহায্যকারী কোন সংযোগ নেই। বিশেষত বাংলা উইকির পাতায় চারটি আন্তর্জাতিক ওয়েবসাইটের ঠিকানা দেয়া আছে যার কোনটিরই সমৃদ্ধ বাংলার সংগ্রহ নেই। উদাহরণস্বরূপঃ

http://bn.wikipedia.org/wiki/বিশেষ:BookSources/9789848942123   

বাংলাদেশী বাংলা বই সংক্রান্ত ওয়েবসাইট বইমেলা (www.boi-mela.com) র সাথে আমি সুদীর্ঘকাল ধরে কাজ করছি বাংলা বইকে দেশ ও বিদেশের পাঠকদের নিকটবর্তী করে আনার জন্য। দুর্ভাগ্যজনক সত্যি হল এখন পর্যন্ত বাংলা বই সংক্রান্ত সকল ওয়েবসাইটই হয় অনৈতিক ও অবৈধভাবে পাইরেটেড বই বিতরণে নিয়োজিত আছে অথবা খুবই সীমিত সংগ্রহের সমাহার উপস্থিত করছে। নিরপেক্ষভাবে বিবেচনা করলেও বাংলাদেশী বাংলা বই সংক্রান্ত এর চেয়ে সমৃদ্ধ ওয়েবসাইট বর্তমানে অনলাইনে নেই। বাংলা বইয়ের একটি নিয়মিত তথ্যভান্ডার হিসেবে বাংলা ও ইংরেজী উভয় উইকির পাতাতেই বইমেলার সংযুক্তি হতে পারে। দূর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ে সরকারীভাবে বইয়ের তথ্যের কোন অনলাইন ভান্ডার নেই।

সাম্প্রতিক সময়ে বাংলা উইকির প্রশাসকদের সাথে মতবিনিময়কালে আমাকে জানানো হয় যে উইকির সিস্টেমে পরিবর্তন সংক্রান্ত কোন সিদ্ধান্তের বিষয়ে মেইলিং লিস্টে প্রথমে আলোচনা করা হয়, পরবর্তীতে উইকির সদস্যদের আলোচনার সিদ্ধান্তের বিপরীতে কোন পদক্ষেপ কার্যকর করা হয়।

বইমেলার ওয়েবসাইটে সুনির্দিষ্টভাবে আইএসবিএন দ্বারা বইয়ের তথ্য খুঁজে নেবার জন্য প্যারামিটার রয়েছে যা উইকির সাথে সংযোগের জন্য কার্যকরী হতে পারে।

যেমনঃ ফরিদুর রেজা সাগর কর্তৃক লিখিত বই ছয় সাহেবের গপ্পো”, যার আইএসবিএন হল 9789845020169।

www.boi-mela.com/?ISBN=9789845020169  

এই লিঙ্কটি বইটির বিস্তারিত তথ্যের পাতায় পাঠককে নিয়ে যাবে।

অর্থাৎ www.boi-mela.com/?ISBN=[q]  এখানে q এর মানের যায়গায় যেকোন আইএসবিএন দিয়ে যদি খোঁজা হয় আর সেই  আএইএসবিএন এর বিপরীতে কোন বইয়ের তথ্য বইমেলার ওয়েবসাইটে থাকে তবে তা সরাসরি সেই পাতায় দর্শককে নিয়ে যাবে।

অতএব বইমেলা ডট কমের পক্ষ থেকে আমি প্রস্তাব পেশ করছি বাংলা ও ইংরেজী উইকিপিডিয়ার বইয়ের পাতার সাথে বইমেলা ডট কমের সংযোগের জন্য। আশা করছি এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বইয়ের তথ্যসূত্রের ক্ষেত্রে আইএসবিএন সংখ্যা সহ সূত্র দিতে উইকির ব্যাবহারকারীরা আগ্রহী ও উৎসাহী হবেন। একই সাথে আগ্রহী পাঠকও সহজেই বইয়ের নিকটবর্তী হবার সুযোগ পাবেন। উলেক্ষ্য বইমেলা ডট কম শুধুমাত্র বাংলাদেশে প্রকাশিত বইসমূহের তথ্য সংরক্ষণ করে। অতএব পশ্চিম বঙ্গের প্রকাশিত বইসমূহের তথ্য এখানে পাওয়া যাবে না। দ্বিতীয়তঃ বইমেলা ওয়েবসাইটে অধিকাংশ প্রথম শ্রেণীর বাংলাদেশী প্রকাশনীর বই তালিকাভূক্ত রয়েছে। বইমেলার সাথে সম্পৃক্ত নয় এমন প্রকাশনীসমূহের বই সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে লভ্য নয়।

ধন্যবাদ
ফরিদঃ ইউজারঃ IamFarid  
www.boi-mela.com