উইকিমিডিয়া কমিউনিটি থেকে প্রকাশিত সর্বশেষ টেক নিউজ (Tech News: 2013-49)
নতুন বৈশিষ্ট্য
ভিজ্যুয়ালএডিটর
- টুলবার আগের থেকে সহজ করা হয়েছে, এখন লেখায় বিভিন্ন স্টাইল (বোল্ড,
ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি) সংযোজন বাটন গুলো একই মেনুতে দেয়া হয়েছে,
একই সাথে "ইনসার্ট" নামের নতুন একটি মেনু সংযোজন করা হয়েছে। [৩]
- লেখার মাঝে বিশেষ বিশেষ অক্ষর ব্যবহার করার জন্য় একটি টুল সংযোজন করা হয়েছে। translatewiki.net থেকে মিডিয়াউইকি ইন্টারফেস পরিবর্তন করার মাধ্যমে নির্দিষ্ট ভাষার সাথে সংগতিপূর্ণ অতিরিক্ত বিশেষ অক্ষরগুলো সংযোজন করা যাবে।
- "ফরমুলা" নামে গাণিতিক সূত্র লেখার একটি টুল সংযোজন করা হয়েছ। [৪]
ত্রুটিসমূহ
- "বই তৈরি করুন" টুল (Collection) ব্যবহার করে বই তৈরীর পর এটি দিয়ে কেবলমাত্র পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট করা যাচ্ছলো নতুন পরিবর্তনগুলো ফিরিয়ে নেয়া হয়েছে। [৫]
- যে সকল উইকিতে নতুন অনুসন্ধান টুলটি ব্যবহার করা হচ্ছে সেগুলোতে টুল
ব্যবহার করে লগিন করার পদ্ধতিটি ("OAuth") অকার্যকর হয়ে গিয়েছিলো। [৬] [৭]
- একটি ত্রুটির কারণে এটি নিউজলেটারটি নতুন মিডিয়াউইকি মেসেজ ডেলিভারি পদ্ধতিতে এবং কমিউনিটি পাতাগুলোতে পুরাতন EdwardsBot ব্যবহার করে পাঠানো হচ্ছে। [৮]
ভবিষ্যৎ পরিকল্পনা
- মিডিয়াউইকি 1.23wmf7,
১২ ডিসেম্বর থেকে টেস্ট উইকিতে সক্রিয় আছে। ১৭ ডিসেম্বর উইকিপিডিয়ার
সহপ্রকল্পগুলোতে এটি সক্রিয় করা হবে এবং সকল ভাষার উইকিপিডিয়ায় সক্রিয়
করা হবে ১৯ ডিসেম্বর তারিখে (calendar)।
- যে সকল SVG ছবির অন্যান্য ভাষার অনুবাদ রয়েছে সেগুলোর জন্য খুব শিঘ্রই
ছবির পতায় কটি বাটন যোগ করা হবে, যেটি ব্যবহার করে ভাষা পরিবর্তন করা
যাবে। (উদাহারণ দেখুন) [৯]
- GLAMToolset, হল একটি বিশেষ টুল, যর মাধ্যমে GLAM দলগুলো একই সাথে বহু ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে পারবে। ১৭ ডিসেম্বর থেকে এটি কমন্সে যুক্ত করা হচ্ছে। [১০]
- ইংরেজি উইকিপিডিয়াতে Draft
নামের নতুন একটি নাম স্থান যুক্ত করা হচ্ছে। এর ফলে নতুন পাতা তৈরী করা
সহজ হবে এবং ভিজ্যুয়াল এডিটর সক্রিয় থাকলে সেটি এ পাতায় ব্যবহার করা
যাবে। [১১] [১২]
অন্যান্য
টেক নিউজ টেক এম্বাসেডরগণ তৈরী করেন এবং এটি মিডিয়াউইকি মেসেজ ডেলিভারি পদ্ধতিতে প্রচার করা হয় • অবদান রাখুন • অবদান রাখুন • সাহায্য করুন • মতামত জানান • গ্রাহক হোন।