@হাসিব, ধন্যবাদ, আসলে প্রথম আলো ছাড়া প্রায় সব সংবাদপত্রে খবরটা থাকাতে আমার প্রথমে সন্দেহ হয়েছিল, এটা পেইড নিউজ কিনা। এখন বোঝাই যাচ্ছে আসল ঘটনা। সত্যিই কোনো ঠিকঠাক কাজ হলে তোমার কাছে খবরটা আসত আগে। যাই হোক দেখা যাক অনেক বাংলা ওসিআর ( Bengali OCR) প্রকল্পের মত এটাও শুধু খবর হয়ে থাকবে , নাকি বাস্তবের মুখ দেখবে, সেটা ভবিষ্যতই বলবে। তোমার রিপোর্টের অপেক্ষায় থাকবো।
@ মইনুল, তোমার কথার সপক্ষে অনেক কথাই বলতে হয়, কিছু কথা এখানে সেয়ার করা দরকার বলেই মনে করি, কারন কথাগুলো এখানে পাবলিকলি থাক সবাই দেখুক, বা জানুক বাংলা কম্পিউটিং এর বর্তমান কি অবস্থা, অবশ্যই বাংলা ওসিআর ( Bengali OCR) প্পরিপেক্ষিতেই কথাগুলি বলা। আমি ভুল হতে পারি তবে আমার জানা মতে বাংলা ওসিআর ( Bengali OCR) প্রথম ওপেন সোর্স প্রকল্পে কাজ শুরু করে
অঙ্কুর গ্রুপ [2] [3]। বাংলা ওসিআর ( Bengali OCR) এর প্রয়োজনীয়তা আমরা সবাই অনুভব করছি ও করে চলেছি। বাংলা কম্পিউটিং
এর ক্ষেত্রে এটা এক পরিচিত সমস্যা। এখনো পর্যন্ত বাংলা
লিপির প্রামান্য ওসিআর নেই। এটা বাংলার জন্য দুর্ভাগ্যের। এমন কি ভারতীয়
কোন ভাষায় ওসিআর নেই। জানি এটি অনেক গবেষণার ব্যাপার। তবে কিছু কিছু জায়গায়
ওসিআর তৈরির কাজ হয়েছে ও হচ্ছে। প্রামান্য ওসিআর কবে পাওয়া যাবে সেই
ব্যাপারে আমার কিছু বলার নেই, তবে ইংরেজি লিপি নিয়ে অনেক গবেষণা হয়েছে
বলেই ওসিআর তৈরির কাজটা সহজ হয়েছিল, বাংলার ক্ষেত্রে তেমন কোনো গবেষণা
হচ্ছে বলে আমার জানা নেই। বাঙালি বা বাংলার বিশ্ববিদ্যালয় এই ব্যপারে
এগিয়ে আসলেই তবে সম্ভব হবে। বাংলার বিশ্ববিদ্যালয় গুলি বা আপামর
বাঙ্গালী জাতি নিজের ভাষা বা লিপি সম্পর্কে খুবই উদাসিন।
বাংলা লিপির উপর কয়জন পিএইচ ডি করে আমার জানা নেই। আর এখন তো কপি পেস্টের
যুগ, ছাত্ররা থিসিস লেখে উইকিপিডিয়া থেকে কপি পেস্ট করে।
এতো বছরেও বাঙ্গালিরা একটা বাংলা ওসিআর সফটওয়্যার তৈরি করতে পারলো না। এটা খুব বেদনার।
অঙ্কুর গ্রুপের বাংলা ওসিআর ( Bengali OCR) প্রকল্পের কি অবস্থা আজ ও আমার জানা নেই। অঙ্কুর মুক্ত সফটওয়্যার গ্রুপের কেউই এই বিষয়ে মেইলের উত্তর দেয় না। [4] ব্যাবহার করে দেখার মত কোনো EXE বা BIN কিছুই নেই বা পাওয়া যায় না। কোথায় আছে কেউ সন্ধান দেয় না।
ভারতেও সরকারি ভাবে কি হচ্ছে তাদের অয়েব সাইট থেকে জানা যায়, কিন্তু কোনও অশ্বডিম্ব পাওয়া যায়নি। যেমন সিড্যাক [1] বা ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ [1]। আর সাথে রয়েছে ভারতের দুর্নীতি,