সদস্যবৃন্দ,
উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত অনলাইনসভার আচার-ব্যবহারের একটি প্রস্তাবিত সংকলন [১] নং লিঙ্কে দেওয়া আছে। সভাগুলোকে যেনো আরো বেশি নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও সময়সাশ্রয়ী করা যায় সেজন্য কিছু নিয়মকানুনের প্রস্তাবনা সেখানে করা হয়েছে। আপনাদের সবাইকে নিয়মগুলো দেখে তাঁর ওপর মত দেওয়ার অনুরোধ। এতে প্রয়োজনীয় পরিবর্তন বা পরিবর্ধন শেষে তা চূড়ান্ত করা সম্ভব হবে। চূড়ান্ত করা হলে সামনের সভা থেকেই তা আনুষ্ঠানিকভাবে প্রয়োগের আশা করছি। ইতিমধ্যেই গত দুইটি সভায় এই নিয়মগুলো মেনে পরিচালনা করা হয়েছে। সভাদুটোর মিটিং লগ দেখলে আপনারা এ বিষয়ে ধারণা লাভ করতে পারবেন, আশা করি। মিটিং লগ দুটো পেতে [২] ও [৩] নং লিঙ্ক অনুসরণ করুন। ধন্যবাদ।

[১] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_Etiquette
[২] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-10-15
[৩] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-10-22


তানভির
উইকিমিডিয়া বাংলাদেশ
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh


Windows Live: Friends get your Flickr, Yelp, and Digg updates when they e-mail you.