সুধী,

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এডিটাথনটির সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না, এবং একই সাথে এই সময়ের মধ্যেই নতুন ও পুরোনোসহ সকল তৈরিকৃত ও সম্প্রসারিত নিবন্ধ শেষ করে পর্যালোচনার জন্য জমাদানের অনুরোধ।

সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
 
সবাইকে ধন্যবাদ।


তানভির

On Fri, Apr 17, 2020, 13:45 Tanvir Rahman <wikitanvir@gmail.com> wrote:
সুধী,

আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে বর্তমান সঙ্কটকালীন সময়ে ঘরে থাকাকে উৎসাহিত করতে ও ঘরে থাকা সময়ের একঘেয়েমিতা কাটিয়ে তা জ্ঞান আহরন, বৃদ্ধি, ও প্রসারের কাজে লাগানোর স্বার্থে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০ শুরু করা হয়েছে, যা প্রথমত ১৫ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত হলেও আপনাদের ব্যাপক সাড়া ও ছুটি বৃদ্ধির প্রেক্ষিতে তা ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই এডিটাথনে অংশগ্রহণকারীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ধরনের পুরষ্কার যার বিবরণ এডিটাথনের মূল পাতায় বিস্তারিত দেওয়া হয়েছে।

এই এডিটাথনের মূল পাতাটি পাওয়া যাবে এখানে:

এডিটাথনে তৈরি ও সম্প্রসারণের উদ্দেশ্যে করা নিবন্ধের তালিকা পাওয়া যাবে এখানে:

অংশগ্রহণকারীদের সাড়ার ফলে প্রতিদিন-ই এই তালিকাটিতে নতুন নতুন নিবন্ধ যোগ করা হচ্ছে।

মূলত বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ বাংলাপিডিয়ায় থাকা এমন কিছু নিবন্ধ যা এখনও বাংলা উইকিপিডিয়ায় সংযুক্ত ও সম্প্রসারিত করা হয়নি তা নতুন করে তৈরি ও সম্প্রসারিত করাই এই এডিটাথনের উদ্দেশ্য। এডিটাথনে অংশগ্রহণ, নিবন্ধ তৈরি ও জমাদান বিষয়ে এডিটাথনের মূলপাতায় সুন্দরভাবে স্বল্প কথায় ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও সকল প্রকার সাহায্যের জন্য এডিটাথনের আলোচনা পাতায় যে-কোনো জিজ্ঞাসায় স্বাগতম। আমাদের সক্রিয় স্বেচ্ছাসেবকরা আপনার যে-কোনো প্রশ্নের উত্তরপ্রদানে সদা প্রস্তুত।

আপনাদেরকে আবার এই এডিটাথনে অংশগ্রহণ করার মাধ্যমে সঙ্কটকালীন এই সময়ে ঘরে থেকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে ও ওপরকে বাঁচাতে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে বিভিন্ন ধরনের বিষয়ে নিবন্ধ লিখে জ্ঞানার্জনের মাধ্যমে এঘেয়েমি কাটবে এই আশাও করছি।

ঘরে থাকুন; সুস্থ থাকুন; নিরাপদে থাকুন।

ধন্যবাদ ও শুভকামনা।


তানভির

নির্বাহী পরিষদ সদস্য, উইকিমিডিইয়া বাংলাদেশ
প্রশাসক ও ব্যুরোক্র্যাট, বাংলা উইকিপিডিয়া