এইরকম কোন Coat of Arms of East Bengal আদৌ ছিল বলে ব্যক্তিগতভাবে আমার জানা নেই। কিন্তু আংশকার বিষয় হচ্ছে এটা ইতিমধ্যেই বুলগেরিয়ান[0] এবং পোলিশ[1] উইকিতে পূর্ব পাকিস্তান বিষয়ক নিবন্ধে অন্তর্ভূক্ত হয়ে গেছে।
উইকিপিডিয়ার পর কমনসেও কিছু সুক্ষ্ম ইতিহাস বিকৃতির প্রয়াস শুরু হয়েছে। এইরকম ব্যাপারগুলো সবার নজরে থাকলে ভাল হয়।