2015-12-25 7:04 GMT+01:00 Jayanta Nath <jayantanth@gmail.com>:
বাংলাদেশ উইকিমিডিয়ার সংবিধান দেখলাম, [১]
"The Members to Executive Committee shall be elected by the Members at their Annual General Meeting and as..."

"The term of membership of Executive Committee members shall be two years at a time."

কিন্তু কিছু  (২০১২) বছর ধরে অফিসিয়াল বেয়ার পদে আমি একই ব্যক্তিকে দেখে যাচ্ছি।  সবাই কি প্রতিবছর গণতান্ত্রিক পদ্দধতিতে প্রতিদুই বছর অন্তর সদস্যদের ভোট দান দ্বারা নির্বাচিত হচ্ছেন? সদস্যা সংখ্যা কত? কারা সদস্যা তা অপ্রকাশিত কেন?

জয়ন্তদা, এর কারণ আসলে আমলাতান্ত্রিক জটিলতা। বাংলাদেশ সরকার থেকে আমরা আমাদের অফিসিয়াল রেজস্ট্রেশন পাই ৯ জুন ২০১৪ সালে। এরপরেও আমাদের সদস্য ফি জমাসহ ও অন্যান্য কাজের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, রেজিস্ট্রেশনের সনদ দিয়ে ওয়েবসাইটের ডোমেইন নিবন্ধন করাসহ অন্যান্য আনুসাঙ্গিক কাজেও বেশ কিছু সময় অতিবাহিত হয়ে বর্তমানে আমাদের কমিউনিটি একটি শেপে এসেছে।

আগামী জানুয়ারিতে উইকিপিডিয়ার ১৫তম জন্মদিন উদযাপনের সাথে আমাদের জেনারেল মিটিংও আহ্বান করা হয়েছে বর্তমান নির্বাহী পরিষদের পক্ষ থেকে। ঐ দিন-ই নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী পরিষদ গঠনের ব্যাপারে ইসি ও ওসি আলোচনা করে একমত হয়েছে। আমাদের গত উইকি মিটআপে সে বিষয়ে কমিউনিটির সবাইকে জানানোও হয়েছে। তার আগ পর্যন্ত আমাদের নিয়মিত সদস্য সংগ্রহ চলবে (যা এখনও চলমান)।
 
ভারতের উইকিমিডিয়া প্রায় ১২টি উইকিপিডিয়া বা ভাষাকে নিয়ে কাজ করছে। কিন্তু বাংলাদেশ উইকিমিডিয়া একটি উইকিপিডিয়া বা ভাষার উপর কাজ করছে। বাংলা উইকিপিডিয়ার জন্য বেশ ভালই কাজ হচ্ছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মনিপুরি ভাষার উইকিপিডিয়া সংক্রান্ত কোনো কাজ করতে দেখিনি এখন পর্যন্ত। প্রকল্পটি প্রায় মৃতপ্রায় । এই দিকে দৃষ্টি দেওয়ার অনুরোধ রইল।

আসলে বিঞ্চুপ্রিয়া নিয়ে কাজ করার মতো সেরকম মানুষ পাওয়া যাচ্ছে না যিনি বা যারা ভাষাটি জানেন বা কাজ করতে ইচ্ছুক। এ বিষয়ে এমন কাউকে পাওয়া গেলে উইকিমিডিয়া বাংলাদেশ অবশ্যই সাহায্য করবে।

সবাইকে ধন্যবাদ।

তানভির