আরো সুসংবাদ! সেপ্টেম্বর মাস জুড়ে বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস অনু্ষ্ঠিত হয়। ২০১৭ সালে বাংলাদেশে দ্বিতীয়বারের মত এতে অংশ নেয়। আন্তর্জাতিক ফলাফলে এইবারে বাংলাদেশের দুটি ছবি প্রথম দশে এসেছে। এর মধ্যে আজিম খান রনির তোলা বায়তুল মোকাররম মসজিদের ছবিটি তৃতীয় এবং জুবায়ের বিন ইকবালের তোলা বায়তুল মোকাররম মসজিদের আরেকটি ছবি সপ্তম স্থান অর্জন করেছে। মাত্র দুইবারের অংশগ্রহণে এমন ফল নিঃসন্দেহে অত্যন্ত আশাব্যঞ্জক!