ফ্রি দিলে হয়তো অনেকের হাতে পৌঁছবে, কিন্তু কাজে লাগছে কী না তা নিয়ে সংশয় থাকবে। কারণ অনেকে নিয়ে হয়তো ফেলেই রাখবে, রাগিব ভাই যেটা বলেছেন। আর কেবল বুকলেটটা দিয়ে খালাস হয়ে গেলে হবে না। একটা ক্যাম্পেইনের আওতায় বুকলেট দেওয়া হবে। আর সেখানে প্রথমে উইকিপিডিয়ায় কী, কীভাবে অবদান রাখতে হয় সে ব্যাপারে প্রজেক্টরে না পারা যায়, একটা বড়ো কাগজে অনেকের দেখার মতো করে সেটা উপস্থাপন করা যায়। কারণ লেকচার শীট কখনো লেকচারের বিকল্প নয়। তো লেকচারের পর ব্যাপারটা মিলিয়ে নেওয়া বা ঝালিয়ে নেওয়া বা মনে রাখার জন্য বুকলেট টা দিতে হবে। আর আশা করা যায় তখন প্রকৃত আগ্রহীরাই সেটা কিনবেন। দাম তো সবার সাধ্যের ভেতরেই রাখা হয়েছে। আবার কাজটা যেহেতু ইন্টারনেটের মাধ্যমে তাই ইন্টারনেটে ফ্রি ডাউনলোডের ব্যবস্থা তো আছেই। আরেকটা কথা আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, যে উইকিপিডিয়ায় কীভাবে অবদান রাখতে হবে তা মানুষ উইকিপিডিয়াতে এসে জানবে এটাই স্বাভাবিক। তাই এখানকার প্রজেক্ট পেইজ ও সাহায্য পাতাগুলো সম্পূর্ণ ও সমৃদ্ধ করতে হবে। এতো ডিটেইল কিন্তু বুকলেটে দেওয়া সম্ভব নয়। তাই এখানে সবাইকে কিছু কিছু অবদান রাখার জন্য বলছি।

আর এই মেইল লিস্টে আরো অনেক কিছু নিয়ে আলোচনার কথা ছিলো, সেগুলোর দিকে মনোযোগ আকর্ষণ করছি, যেমন:

১. প্রচারণা যেহেতু একটা টিমের মাধ্যমে চালাতে হবে, তাই টিম তৈরির জন্য কী করা যায় ও কারা টিমে সময় দিতে প্রস্তুত?
২. গত সভায় ভার্চুয়াল ও সরাসরি প্রচারণার ব্যাপারে কিছু কথা হয়েছিল, সেগুলো ছাড়া নতুন আরো কীভাবে করা যায়, বা সেগুলোই আরো ভালোভাবে কীভাবে করা যায়?

বিস্তারিত জানতে আবারো [১] নং লিঙ্কে সভার বিষয়বস্তু দেখতে পারেন:
[১] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-09-10


তানভির
উইকিমিডিয়া বাংলাদেশ
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh

Date: Mon, 14 Sep 2009 14:04:50 +0700
From: bellayet@gmail.com
To: wikimedia-bd@lists.wikimedia.org
Subject: Re: [Wikimedia-BD] উইকিমিডিয়া বাংলাদেশ নিয়মিত অনলাইন সভা ৩

রাগিব ভাই,
বুকলেটের আপডেট কোনো কপি কি খুজে পেলেন?

বেলায়েত

2009/9/14 Ragib Hasan <ragibhasan@gmail.com>
রুশাফি, এখানে মূল সমস্যাটা হলো বাঙালি চরিত্র। :) । মাগনা দিলে যাদের
দরকার নাই, আগ্রহ নাই, তারাও একটা করে নিবে, এবং ৫ মিনিট পরে ফেলে দিবে।
৫ টাকা এখন মানুষের হাতের ময়লা মাত্র, ৫ টাকা দিয়ে দিলে ওটা যাদের আগ্রহ
আছে, তারাই কেবল কিনবে। এবং ৫ টাকার মায়ায় হলেও ফেলে দিবে না।

বুকলেটটা অনলাইনে রেখে দেয়া থাকবে, যাতে করে কারো ৫ টাকা খরচের ইচ্ছা না
হলে ডাউনলোড করে নিতে পারে।

বুকলেটটার নামমাত্র দাম রাখার যুক্তি এটাই। (জাফর ইকবাল স্যারের
মুক্তিযুদ্ধের ইতিহাস দ্রষ্টব্য, ওটা ফ্রিও দিতে পারতো, কিন্তু নামমাত্র
মূল্য রাখা হয়েছে, যাতে মাগনা পেলে আলকাতরা খাওয়াদের হাত থেকে বাঁচা
যায়)।

পরে স্পন্সর পেলে তাদের একটা বিজ্ঞাপন দিয়ে এটা ফ্রি দেয়া যেতে পারে।
এখনো ছাপার টাকা উঠে আসবে না পুরোটা, কিন্তু তবুও অপচয় (পাঠকের সাইডে)
রোধের জন্য হলেও নামমাত্র দাম দরকার। আর কেউ টাকা না দিতে পারলে তাকে
ফ্রি দেয়া হবে ডাউনলোডের ঠিকানা লেখা একটা কাগজ ... :)


Ragib

--
Ragib Hasan
PhD Candidate
Dept of Computer Science
University of Illinois at Urbana-Champaign
201 N Goodwin Avenue
Urbana IL 61801

Website:
http://www.ragibhasan.com
http://www.cs.uiuc.edu/homes/rhasan



2009/9/13 Wasik Mursalin Rushafi <rushafi@gmail.com>:
> ধন্যবাদ তানভীর ভাই, আপনার উত্তরের জন্য। একটা বিষয় নিয়ে আমি ঠিক নিশ্চিত নই।
> টোকেন মূল্যের ব্যাপারটা কতটুকু ফলপ্রসূ সেটা নিয়ে। হয়ত যারা কিনবেন তারা আগ্রহ
> নিয়ে কিনবেন, কিন্তু এই টোকেন মূল্যের কারনে বুকলেটটি অনেকের হাতে পৌঁছানো
> ব্যাহত হতে পারে, যারা ব্যাপারটা দেখেও আগ্রহী হতে পারতেন। এখানে এই টোকেন
> মূল্যটি অবশ্য মূলত বুকলেটটির খরচ যোগানোর কাজে সহায়তা করবে। কিন্তু সেটা কি
> বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে একটা তহবীল সংগ্রহের বক্স রেখেও করা যায় না?
> অবশ্য উইকিমিডিয়া চ্যাপ্টারস যেহেতু এখনও একটা সংগঠন হিসেবে দাঁড়ায় নি কোন
> কাজের জন্য এর তহবীল সংগ্রহের ব্যাপারটা প্রশ্নাবিদ্ধ হতে পারে। সেক্ষেত্রে
> একটা টোকেন মূল্য রাখাই গ্রহনযোগ্য সমাধান।
>
> ধন্যবাদ।
>
> ওয়াসিক মুরসালিন।
>
> ______________________________________________
> Wikimedia-BD mailing list
> Wikimedia-BD@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
> 2009/9/14 Tanvir Rahman <wikitanvir@hotmail.com>
>>
>> এখানে একটা ব্যাপার লক্ষ্যনীয় যে, বুকলেটটা কিন্তু পুরোপুরি ফ্রি দেওয়ার কথার
>> চেয়ে সেটা একটা টোকেন মূল্য ৫/১০ টাকার বিনিময়ে দেবার ব্যাপারে আলোচনা হয়েছে।
>> তাই আশা করা যায়, যাঁরা কিনবেন তাঁরা আগ্রহ নিয়েই কিনবেন। আর বুকলেট উইকিমিডিয়া
>> চ্যাপ্টার নিয়ে নয়, বরং উইকিপিডিয়ায় অবদানের কলা-কৌশল নিয়ে, ফরম্যাটিং নিয়ে,
>> উইকিপিডিয়াকে পরিচয় করা নিয়ে।
>>
>> আর গণিত, বিজ্ঞান প্রভৃতি প্রকল্পগুলো সমৃদ্ধ করে বা এজন্য স্বেচ্ছাসেবী
>> হিসেবে কাজ করে এগুলোর উন্নতিতে অবদান রাখতে পারেন এমন মানুষ জোগাড়ে, সংশ্লিষ্ট
>> সংগঠনগুলোর সাথে প্রচারণা করা যায়। এটা অনেক ভালো একটা পদক্ষেপ, তবে এটা সরাসরি
>> প্রচারণার মধ্যে পড়ে বলে আমার ব্যক্তিগত মত। আর এজন্য বড় বাধা হচ্ছে সময় দেওয়ার
>> মতো অপ্রতুল নিয়মিত উইকিমিডিয়ান। ব্যাপারটা আবার চক্রের শুরুতে চলে গেলো বলে
>> মনে হচ্ছে। দুঃখিত।
>>
>>
>> তানভির
>> উইকিমিডিয়া বাংলাদেশ
>> http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
>>
>> ________________________________
>> Date: Sun, 13 Sep 2009 12:06:56 +0600
>> From: rushafi@gmail.com
>> To: wikimedia-bd@lists.wikimedia.org
>> Subject: Re: [Wikimedia-BD] উইকিমিডিয়া বাংলাদেশ নিয়মিত অনলাইন সভা ২
>>
>> গত সভার মিটিংয়ের আলোচ্য বিষয়সমূহ নিয়ে এই থ্রেডে আলোচনা হবার কথা ছিল।
>> কিন্তু তেমন কোন মেইল এখনো দেখা যাচ্ছে না। মিটিংয়ের সময় উপস্থিতি ভালো থাকলেও
>> আমার মনে হয় মিটিং পরবর্তী অফলাইন (পরিভাষার প্রয়োজন আছে?) আলোচনা গুলোর
>> গুরুত্ব সরাসরি মিটিংয়ের চাইতে বেশি।
>>
>> যাই হোক আমি একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করি। গত সভার শেষ দিকে
>> মূলতঃ যে বিষয়টি নিয়ে কথা হয়েছে তা হল একটি বুকলেট। আমার যতদূর মনে পরে উইকির
>> বিভিন্ন কর্মসূচিতে কিছু বুকলেট আমি আগেও দেখেছি। উইকির এসব বুকলেটে মূলতঃ উইকি
>> কি সেটা সম্পর্কে একটা সাধারন ধারনা দেবার চেষ্টা করা হয়েছে। আমার যা মনে হয়
>> কেবলমাত্র ধারনা দেবার চেষ্টা করে খুব একটা আগানো যাবেনা। কারন একজন পাঠক বড়জোড়
>> বুকলেটটা পড়বেন এরপর কি করা যায় সে সম্পর্কে তিনি তেমন কিছু বুঝতে পারবেন না।
>> একই ভাবে বুকলেটটির বিষয়বস্তু যদি উইকিমিডিয়া চ্যাপ্টারস হয় সেক্ষেত্রেও একজন
>> নতুন পাঠক কেন উইকিমিডিয়া চ্যাপ্টারসে যোগদান করবেন সেটার ব্যাপারে একটা
>> তাত্ত্বিক ব্যাখা ছাড়া খুব বেশি নির্দেশনা পাবেন না।
>>
>> সুতরাং এই দিক নির্দেশনাগুলোর সাথে সাথে আমরা পাঠকদের যেনো একটা অনুপ্রেরণা
>> দিতে পারি সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি বলতে চাচ্ছি আমরা প্রথমে একটা
>> ছোট লক্ষ্য ঠিক করে সেটা অর্জন করার চেষ্টা করি। তারপর প্রচারনার সময় সেই
>> অর্জিত লক্ষ্য আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। যেমন আমরা বিজ্ঞান, গণিত,
>> বাংলাদেশের ইতিহাস এবং এরকম কিছু বিষয়ের নিবন্ধগুলোকে একটা চলনসই পর্যায়ে নিয়ে
>> যাবার চেষ্টা করি। যেহেতু উইকিমিডিয়া চ্যাপ্টারস এর কাজ নিবন্ধ তৈরি করা না,
>> বরং একটা কমিউনিটি তৈরি করা বা কমিউনিটিকে কাজ করবার যথাযথ ভিত্তি প্রদান করা
>> সেজন্য আমাদের প্রথম বিবেচ্য বিষয় হওয়া উচিত এরকম কিছু মানুষ খুঁজে বের করা
>> যাদেরকে কোন রকম লাভের আশা ছাড়াই এই বিষয়গুলি নিয়ে নিবন্ধ লেখার জন্য
>> অনুপ্রাণিত করা যাবে। এরকম মানুষ পাওয়া যাবে কোথায়? বিশ্ববিদ্যালয়, ব্লগার
>> কমিউনিটি গুলোতে। কিংবা ম্যাথ অলিম্পিয়াড অথবা এরকম কর্মসূচির সাথে যারা জড়িত
>> তাদের মাঝে। এরাই হয়ত আগেও নিবন্ধগুলো লিখতেন, কিন্তু নিজের আগ্রহে তেমন কোন
>> লক্ষ্য ছাড়া। উইকিমিডিয়া চ্যাপ্টারস সম্পূর্ণরূপে গঠনের আগেই আমরা এই প্রচেষ্টা
>> গুলোকে সংঘবদ্ধ করার একটা উদ্যোগ নিতে পারি। আমার মনে হয় এরকম কিছু প্রচেষ্টার
>> সাফল্য চ্যাপ্টারস এর ধারনাকে মানুষের কাছে আরও সফলভাবে পৌঁছে দিতে পারবে।
>>
>> যা লেখা হল সেটা একান্তই আমার ব্যাক্তিগত অভিমত। সম্ভবত তেমন একটা গুছিয়ে
>> লিখতে পারিনি। তারপরও এটাকে সূত্র ধরে কোন ভালো পরিকল্পনা বের হয়ে আসুক সেটাই
>> আশা করি।
>>
>> ওয়াসিক মুরসালিন।
>>
>> ______________________________________________
>> Wikimedia-BD mailing list
>> Wikimedia-BD@lists.wikimedia.org
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>> ________________________________
>> What can you do with the new Windows Live? Find out
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list
>> Wikimedia-BD@lists.wikimedia.org
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>
>
>
> _______________________________________________
_______________________________________________



--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?


See all the ways you can stay connected to friends and family