> ধন্যবাদ তানভীর ভাই, আপনার উত্তরের জন্য। একটা বিষয় নিয়ে আমি ঠিক নিশ্চিত নই।
> টোকেন মূল্যের ব্যাপারটা কতটুকু ফলপ্রসূ সেটা নিয়ে। হয়ত যারা কিনবেন তারা আগ্রহ
> নিয়ে কিনবেন, কিন্তু এই টোকেন মূল্যের কারনে বুকলেটটি অনেকের হাতে পৌঁছানো
> ব্যাহত হতে পারে, যারা ব্যাপারটা দেখেও আগ্রহী হতে পারতেন। এখানে এই টোকেন
> মূল্যটি অবশ্য মূলত বুকলেটটির খরচ যোগানোর কাজে সহায়তা করবে। কিন্তু সেটা কি
> বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে একটা তহবীল সংগ্রহের বক্স রেখেও করা যায় না?
> অবশ্য উইকিমিডিয়া চ্যাপ্টারস যেহেতু এখনও একটা সংগঠন হিসেবে দাঁড়ায় নি কোন
> কাজের জন্য এর তহবীল সংগ্রহের ব্যাপারটা প্রশ্নাবিদ্ধ হতে পারে। সেক্ষেত্রে
> একটা টোকেন মূল্য রাখাই গ্রহনযোগ্য সমাধান।
>
> ধন্যবাদ।
>
> ওয়াসিক মুরসালিন।
>
> ______________________________________________
> Wikimedia-BD mailing list
>
Wikimedia-BD@lists.wikimedia.org
>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
> 2009/9/14 Tanvir Rahman <
wikitanvir@hotmail.com>
>>
>> এখানে একটা ব্যাপার লক্ষ্যনীয় যে, বুকলেটটা কিন্তু পুরোপুরি ফ্রি দেওয়ার কথার
>> চেয়ে সেটা একটা টোকেন মূল্য ৫/১০ টাকার বিনিময়ে দেবার ব্যাপারে আলোচনা হয়েছে।
>> তাই আশা করা যায়, যাঁরা কিনবেন তাঁরা আগ্রহ নিয়েই কিনবেন। আর বুকলেট উইকিমিডিয়া
>> চ্যাপ্টার নিয়ে নয়, বরং উইকিপিডিয়ায় অবদানের কলা-কৌশল নিয়ে, ফরম্যাটিং নিয়ে,
>> উইকিপিডিয়াকে পরিচয় করা নিয়ে।
>>
>> আর গণিত, বিজ্ঞান প্রভৃতি প্রকল্পগুলো সমৃদ্ধ করে বা এজন্য স্বেচ্ছাসেবী
>> হিসেবে কাজ করে এগুলোর উন্নতিতে অবদান রাখতে পারেন এমন মানুষ জোগাড়ে, সংশ্লিষ্ট
>> সংগঠনগুলোর সাথে প্রচারণা করা যায়। এটা অনেক ভালো একটা পদক্ষেপ, তবে এটা সরাসরি
>> প্রচারণার মধ্যে পড়ে বলে আমার ব্যক্তিগত মত। আর এজন্য বড় বাধা হচ্ছে সময় দেওয়ার
>> মতো অপ্রতুল নিয়মিত উইকিমিডিয়ান। ব্যাপারটা আবার চক্রের শুরুতে চলে গেলো বলে
>> মনে হচ্ছে। দুঃখিত।
>>
>>
>> তানভির
>> উইকিমিডিয়া বাংলাদেশ
>>
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
>>
>> ________________________________
>> Date: Sun, 13 Sep 2009 12:06:56 +0600
>> From:
rushafi@gmail.com
>> To:
wikimedia-bd@lists.wikimedia.org
>> Subject: Re: [Wikimedia-BD] উইকিমিডিয়া বাংলাদেশ নিয়মিত অনলাইন সভা ২
>>
>> গত সভার মিটিংয়ের আলোচ্য বিষয়সমূহ নিয়ে এই থ্রেডে আলোচনা হবার কথা ছিল।
>> কিন্তু তেমন কোন মেইল এখনো দেখা যাচ্ছে না। মিটিংয়ের সময় উপস্থিতি ভালো থাকলেও
>> আমার মনে হয় মিটিং পরবর্তী অফলাইন (পরিভাষার প্রয়োজন আছে?) আলোচনা গুলোর
>> গুরুত্ব সরাসরি মিটিংয়ের চাইতে বেশি।
>>
>> যাই হোক আমি একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করি। গত সভার শেষ দিকে
>> মূলতঃ যে বিষয়টি নিয়ে কথা হয়েছে তা হল একটি বুকলেট। আমার যতদূর মনে পরে উইকির
>> বিভিন্ন কর্মসূচিতে কিছু বুকলেট আমি আগেও দেখেছি। উইকির এসব বুকলেটে মূলতঃ উইকি
>> কি সেটা সম্পর্কে একটা সাধারন ধারনা দেবার চেষ্টা করা হয়েছে। আমার যা মনে হয়
>> কেবলমাত্র ধারনা দেবার চেষ্টা করে খুব একটা আগানো যাবেনা। কারন একজন পাঠক বড়জোড়
>> বুকলেটটা পড়বেন এরপর কি করা যায় সে সম্পর্কে তিনি তেমন কিছু বুঝতে পারবেন না।
>> একই ভাবে বুকলেটটির বিষয়বস্তু যদি উইকিমিডিয়া চ্যাপ্টারস হয় সেক্ষেত্রেও একজন
>> নতুন পাঠক কেন উইকিমিডিয়া চ্যাপ্টারসে যোগদান করবেন সেটার ব্যাপারে একটা
>> তাত্ত্বিক ব্যাখা ছাড়া খুব বেশি নির্দেশনা পাবেন না।
>>
>> সুতরাং এই দিক নির্দেশনাগুলোর সাথে সাথে আমরা পাঠকদের যেনো একটা অনুপ্রেরণা
>> দিতে পারি সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি বলতে চাচ্ছি আমরা প্রথমে একটা
>> ছোট লক্ষ্য ঠিক করে সেটা অর্জন করার চেষ্টা করি। তারপর প্রচারনার সময় সেই
>> অর্জিত লক্ষ্য আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। যেমন আমরা বিজ্ঞান, গণিত,
>> বাংলাদেশের ইতিহাস এবং এরকম কিছু বিষয়ের নিবন্ধগুলোকে একটা চলনসই পর্যায়ে নিয়ে
>> যাবার চেষ্টা করি। যেহেতু উইকিমিডিয়া চ্যাপ্টারস এর কাজ নিবন্ধ তৈরি করা না,
>> বরং একটা কমিউনিটি তৈরি করা বা কমিউনিটিকে কাজ করবার যথাযথ ভিত্তি প্রদান করা
>> সেজন্য আমাদের প্রথম বিবেচ্য বিষয় হওয়া উচিত এরকম কিছু মানুষ খুঁজে বের করা
>> যাদেরকে কোন রকম লাভের আশা ছাড়াই এই বিষয়গুলি নিয়ে নিবন্ধ লেখার জন্য
>> অনুপ্রাণিত করা যাবে। এরকম মানুষ পাওয়া যাবে কোথায়? বিশ্ববিদ্যালয়, ব্লগার
>> কমিউনিটি গুলোতে। কিংবা ম্যাথ অলিম্পিয়াড অথবা এরকম কর্মসূচির সাথে যারা জড়িত
>> তাদের মাঝে। এরাই হয়ত আগেও নিবন্ধগুলো লিখতেন, কিন্তু নিজের আগ্রহে তেমন কোন
>> লক্ষ্য ছাড়া। উইকিমিডিয়া চ্যাপ্টারস সম্পূর্ণরূপে গঠনের আগেই আমরা এই প্রচেষ্টা
>> গুলোকে সংঘবদ্ধ করার একটা উদ্যোগ নিতে পারি। আমার মনে হয় এরকম কিছু প্রচেষ্টার
>> সাফল্য চ্যাপ্টারস এর ধারনাকে মানুষের কাছে আরও সফলভাবে পৌঁছে দিতে পারবে।
>>
>> যা লেখা হল সেটা একান্তই আমার ব্যাক্তিগত অভিমত। সম্ভবত তেমন একটা গুছিয়ে
>> লিখতে পারিনি। তারপরও এটাকে সূত্র ধরে কোন ভালো পরিকল্পনা বের হয়ে আসুক সেটাই
>> আশা করি।
>>
>> ওয়াসিক মুরসালিন।
>>
>> ______________________________________________
>> Wikimedia-BD mailing list
>>
Wikimedia-BD@lists.wikimedia.org
>>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>> ________________________________
>> What can you do with the new Windows Live? Find out
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list
>>
Wikimedia-BD@lists.wikimedia.org
>>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>
>
>