সুধী,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে এবং গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আজ ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আগামী এক মাস ধরে বাংলাদেশের সাতটি বিভাগের প্রতিটিতে উইকিপিডিয়া কর্মশালা আয়োজনের ঘোষণা দেয়া হয়। এছাড়া বেস্ট উইকিপিডিয়ান পুরস্কারের জন্য সাতটি বিভাগ থেকে সেরা তিন উইকিপিডিয়া সম্পাদক নির্বাচিত করা হবে। ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত সম্মেলনে মোট ২১ জন থেকে তিনজনক শীর্ষ উইকিপিডিয়ানকে বেস্ট উইকিপিডিয়ান হিসেবে পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনের ছবিঃ https://commons.wikimedia.org/wiki/Category:10th_Anniversary_Press_Conference


Regards -
Tanweer Morshed