> রুসাফি ভাই একটা ভালো কথা বলেছেন। ঠিক একই রকম সমস্যা হয়েছিলো আমারো। কিছুই
> বুঝি না, পরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে করে আজ এ পর্যন্ত এসেছি। আসলে নতুন
> ব্যবহারকারীরা অনেক সময় বুঝেই উঠতে পারেন না যে, কী করতে হবে আর এ অবস্থাতেই
> তাঁরা হাল ছাড়েন। তাঁরা যেন সহজে এসব কিছু করতে পারেন তার জন্যে প্রথম দরকার
> উইকিপিডিয়ার প্রজক্ট পেইজ ও সাহায্য পেইজগুলো সমৃদ্ধ ও সম্পূর্ণ করা এবং তার
> লিঙ্ক প্রথম পাতা ও স্বাগতম জানানোর সময় দেওয়া। কিন্তু এখানে কাজ প্রচুর; আমি,
> জয়ন্তদা, আর নাসির ভাই মিলে পুরো প্রজেক্ট সমাধা করতে অনেক সময় লাগবে। এখানে
> আরো অনেক সম্পাদক দরকার। তবুও আমাদের সম্পাদক এখন সীমিত। যতোদিন এই প্রজেক্ট ও
> সাহায্য পাতাটি দাঁড়িয়ে যাচ্ছে না, ততোদিন তাই আমার একটা প্রস্তাব আছে। সেটা
> হচ্ছে:
>
> একটি সাহায্যকারী দল বানানো। যাদের আলাপ পাতায় ও নির্দিষ্ট প্রশ্নের পাতায়
> সম্পাদনার রীতি ও কারিগরী দিক নিয়ে যেকোনো সমস্যায় ব্যবহারকারীরা প্রশ্ন রাখতে
> পারবেন। এই পাতার লিঙ্ক প্রধান পাতায় যেমন থাকবে, তেমনি ব্যবহারকারীকে ওয়েলকাম
> জানানোর সময়ও তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে ও হাইলাইটস্ করে দেওয়া হবে। সাহায্য
> করুন টেমপ্লেটটা খুব একটা কাজে আসছে না। আমার মনে আছে কিছুদিন আগে আমি আমি
> প্রথমবারের মতো টেমপ্লেট ব্যবহার করে একজন সাহায্যপ্রার্থী পেয়েছিলাম।
>
> আর উইকি প্রচারণা যদি শুরু করতে হয়, তাহলে এই মেইলিং লিস্টেই একটি অর্ডারড
> ওয়েতে করা উচিত। একজন মর্ডারেটর ঠিক করা উচিত। প্রথমে তিনি সুনির্দিষ্টভাবে
> আইডিয়া চাইবেন সবার কাছ থেকে। নির্দিষ্ট আইডিয়াগুলো মেইলে তালিকা আকারে দেওয়া
> হবে। এরপর সবার মধ্যে মেইলে আলোচনা করে কর্মপন্থা ঠিক করা হবে। আমি গুরুত্বের
> সাথে সামনে আনতে চাই অভিজ্ঞ উইকিপিডিয়ানদের মতামত; তাঁদের অভিজ্ঞতা শেয়ার করা
> চাই। যেমন: রাগিবভাই, জাহিনভাই, জয়ন্তদা, বেলায়েতভাই, সপ্তর্ষিদা, এঁদের
> অভিজ্ঞতার মূল্য অনেক। তাঁদের সবার মতামত আশা করি।
>
> আপাতত এই আমার মাথায় এসেছে। পরবর্তীতে আমার মাথায় কিছু আসলে আমি জানাবো।
>
>
> তানভির
>
> ________________________________
> Date: Tue, 1 Sep 2009 01:24:49 +0600
> From:
rushafi@gmail.com
> To:
wikimedia-bd@lists.wikimedia.org
> Subject: Re: [Wikimedia-BD] বাংলাদেশের প্রেক্ষিতে উইকিপিডিয়া সম্পর্কে আপনি
> কি ভাবছেন?
>
> উইকিতে কাজ করার আগ্রহ এবং সদিচ্ছা দুটোই থাকার পরও সেভাবে এখন পর্যন্ত কিছু
> করতে পারিনি। এক্ষেত্রে মূল সমস্যা যেটা সেটা হল পুরো ব্যাপারটা এত ব্যাপক যে
> নিজে বুঝতে পারিনা কোত্থেকে বা কিভাবে শুরু করব। সিনিয়র উইকিপিডিয়ানরা অবশ্য
> আর্টিকেলের বেশ কিছু লিস্ট করে দিয়েছেন, সেগুলো কয়েকবার দেখাও হয়েছে কিন্তু
> বিশ্ববিদ্যালয় জীবনের ব্যাস্ততায় সেভাবে কখনোই সময় দিয়ে উঠা হয়নি। আমার মনে হয়
> খুঁজলে আমার মত আরও অনেককেই খুব সহজেই পাওয়া যাবে।
>
> যেকোন কাজ করার ক্ষেত্রে শুরু করাটাই আসলে সবচেয়ে কঠিন। এই কঠিন পর্যায়টুকু পার
> হবার জন্য একটা ভালো এবং সহজলভ্য নির্দেশনা আসলে দরকার। আমি জানি এরকম অনেক
> কিছুই বাংলা উইকিতে অথবা এই মেইলিং লিস্ট গুলোর পুরানো মেইলগুলো ঘাঁটলে পাওয়া
> যাবে। কিন্তু যেহেতু চোখের সামনে দেখিনা সেগুলো আড়ালেই থেকে যায়।
>
> সুতরাং আমার মনে হয় উইকিপিডিয়ানের সংখ্যা সার্থক ভাবে বাড়ানোর জন্য প্রথমে এটা
> নিশ্চিত করতে হবে তারা যেন শুরু করার ব্যাপারটা খুব সহজে ধরতে পারে। শুরু করা
> বলতে দুটি নির্দেশনাঃ ১। কিভাবে শুরু করব, ২। কি লিখে শুরু করব।
> এই দুইটি নির্দেশনা মানুষ যদি সহজে গ্রহন করে কাজে লাগাতে পারে তাহলে তারা
> অন্যদেরকে শুরু করতে উৎসাহিত করবে এবং নিজেরা পরিকল্পনা করতে পারবে কোন একটা
> বিষয়কে কিভাবে আরও পরিপূর্ণ ভাবে উইকিতে পরিবেশন করা যেতে পারে।
>
> আমাদের উইকিপিডিয়ানের গ্রোথ রেট এখনও প্রায় শূন্যের কোঠায়। এইটা রেট টাকে যদি
> আমরা অন্তত লিনিয়ার করতে পারি তাহলে কিছুদিনের মধ্যে এটা নিজেই এক্সপোনেনশিয়াল
> হয়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত :)
>
>
> 2009/9/1 Nasir Khan Saikat <
nasir8891@gmail.com>
>
> গত কয়েক মাসে এখানে উইকিপিডিয়ানরা যতগুলি মেইল করেছেন তার থেকে ৩ দিনে বেশী
> মেইল এসেছে। প্রথমেই ধন্যবাদ ইমেইল করার জন্য।
>
> আমি উইকিতে প্রথম যুক্ত হবার পর গ্রুপে(
bangla_wiki@yahoogroups.com) অনেক
> মেইল আসতো । সেখান থেকে উৎসাহিত হয়েই উইকিতে লেখা শুরু করেছিলাম; যদিও আমি খুবই
> অনিয়মিত। এখন এই লিস্টে বা আগের গ্রুপে কোথাও কেউ মেইল করেন না । কিন্তু
> উইকিপিডিয়ায় নিয়মিত নতুন লেখা আসছে। তার মানে উইকিপিডিয়ানরা অনলাইনে থাকলেও কেন
> কারণে ইমেইল করতে আগ্রহী না।
>
> ইমেইল আসলে সুবিধা হল যে জানা যাচ্ছে এখন কোন কোন ধরনের কাজ হচ্ছে বা আমার
> কোনটা করা উচিত । তা না হলে উইকিতে গিয়ে দেখে আসতে হয় যা অনেক ক্ষেত্রে সম্ভব
> হয় না। এখন অনেকেই উইকিতে নিয়মিত লিখছেন । অনেক বিষয় নিয়ে আলাপ হচ্ছে । এই
> আলোচনা গুলি মেইলের মাধ্যমে করলে সহজে জানতে পারা যায় বা অলোচনায় অংশ নেয়া যা।
> আর প্রতিটি নিবন্ধের আলাপ পাতা নিয়মিত ওপেন করে দেখা বাস্তবে সম্ভব না । ফলে
> অনেক সময় বিভিন্ন আলোচনা শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে আমিও এতে অংশ নিতে
> পারতাম। কিন্তু সব আলোচনা এখানে করতে হবে আমি এমনটি বলছি না । হয়তো আলাপ পাতার
> লিংক দিয়ে বলা যায় যে এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে।
>
> উইকিমেইলিং লিস্টে আমার মত অনেকেই হয়তো নতুন যুক্ত হয়েছেন বা হচ্ছেন । তাদের
> উৎসাহ দেয়া জরুরী যেন তারা নিয়মিত হয়। উইকিপিডিয়ায় লেখা কোন বোরিং কাজ বলে আমার
> মতে হয় না । অসংখ্য বিষয়ে লেখার অপশন রয়েছে। যার যে বিষয় ভালো লাগবে সে সেটা
> নিয়ে লিখবে। জোর করে তো কোন বিষয়ে লেখানো হবে না। আর এটি অবশ্যই একটি গর্বের
> বিষয় যে অন্যান্য সাধারন মানুষ যেখান থেকে তথ্য নিয়ে নিজেদের সমৃদ্ধ করছে সেই
> নিবন্ধগুলি আমার নিজের লেখা। এটি অনুধাবন করতে হবে । তবে ব্লগ বা ফোরামে যেমন
> লেখার আগে লেখকের নাম থাকে, লেখা নিয়ে মন্তব্য করা সহ আরও বিভিন্ন কিছু করা
> যায়। এই বিষয়গুলি উইকিতে সেভাবে নেই । যার ফলে অনেকে উৎসাহ নাও পেতে পারে।
>
> উইকিপিডিয়া সমৃদ্ধ করতে হলে উইকিপিডিয়ান বাড়াতে হবে। এতদিন যেভাবে প্রচার করা
> হয়েছে তার থেকে ভিন্ন এবং আরও সুসংগঠিত ভাবে চেষ্ঠা চালাতে হবে। কোন পদ্ধতিটি
> বেশী কার্যকর হবে এটি অভিজ্ঞতা বলতে পারবেন। এখানে অনেকেই আছেন যারা এধরনের
> অনেক দলে যুক্ত আছেন বা পরিচালনা করছেন । তারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই কাজটি
> এগিয়ে নিয়ে যেতে পারেন।
>
>
>
> --
>
> Nasir Khan Saikat
> [নাসির খান সৈকত]
>
www.nasirkhan.co.cc
>
nasir8891.wordpress.com
>
>
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
>
Wikimedia-BD@lists.wikimedia.org
>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>
>
> ________________________________
> What can you do with the new Windows Live? Find out
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
>
Wikimedia-BD@lists.wikimedia.org
>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd