প্রিয় সুধী,

আগামী ২ ও ৩ মার্চ প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে বাংলা উইকিপিডিয়া অসম্মেলন । উইকিমিডিয়া বাংলাদেশ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রামের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি প্রাঙ্গনে । তরুণ প্রজন্মকে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে জানানো এবং এতে অবদান রাখতে উৎসাহিত করতেই দুই দিন ব্যাপী এই উদ্যোগ । অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এর ইভেন্ট সাইট: http://www.bnwiki2012.org এবং ফেসবুক ইভেন্ট পেজ: http://www.facebook.com/events/345464402140990/


ধন্যবাদ

আলী হায়দার খান (তন্ময়)
কোষাধ্যক্ষ
উইকিমিডিয়া বাংলাদেশ

--
Ali Haidar Khan (tOnmOy)
Treasurer
Wikimedia Bangladesh