সুধী,

সর্বজনীন আচরণবিধির সংশোধিত প্রয়োগ নির্দেশিকার ওপর সাম্প্রতিক সম্প্রদায়ব্যাপী নির্বাচনের ভোটগণনা ও বিবেচনা সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ।

৩০৯৭ সংখ্যক সম্প্রদায় থেকে ১৪৬ সংখ্যক ভোটারের ভোটদানের পর প্রয়োগ নির্দেশিকার সমর্থনে ৭৬% এবং বিপক্ষে ২৪% ভোট জমা পড়েছে। নির্বাচনের পরিসংখ্যান সকলের জন্য উন্মুক্ত রয়েছে। নির্বাচনকালীন সময়ে সংগৃহীত মন্তব্যের আরো বিস্তারিত সারাংশ শীঘ্রই প্রকাশ করা হবে।

এ পর্যায়ে নির্বাচনের ফলাফল ও সংগৃহীত মন্তব্য বোর্ড অব ট্রাস্টিজের কাছে পর্যালোচনার জন্য পেশ করা হবে। আশা করা যাচ্ছে যে, ২০২৩ সালের মার্চের ভেতর বোর্ড অব ট্রাস্টিজের পর্যালোচনা প্রক্রিয়া শেষ হবে। পর্যালোচনা প্রক্রিয়া শেষ হলে আমরা আপনাদের অবগত করবো।

ইউসিওসি প্রকল্প দলের পক্ষে,

চিত্রপর্ণা



Chitraparna Sinha (she/her) (Meta)

Facilitator, South Asia, Movement Strategy and Governance (MSG)