তানভিরকে অভিনন্দন। :)


--

Nasir Khan Saikat
www.nasirkhn.com



2013/2/15 Shabab Mustafa <shabab.mustafa@gmail.com>
প্রিয় সহকর্মী উইকিমিডিয়ানগণ,

হাসিব ভাইয়ের মেইলে লিস্টের আমরা সবাই ইতিমধ্যেই জানি যে তানভির রহমান উইকিমিডিয়ার অ্যাফিলিয়েশন কমিটির সদস্যপদ লাভ করেছেন। তার প্রতি রইল অভিনন্দন। আমাদের পরিবারে নবীন সদস্যদের কিছুটা সুবিধার জন্যই এই মেইলের অবতারণা।

আমরা জানি উইকিপিডিয়া ও এর অন্যান্য প্রকল্পগুলোর কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় উইকিমিডিয়া ফাউন্ডেশন নামক সংস্থা থেকে। পৃথিবীর বিভিন্ন দেশে এবং ভৌগলিক অবস্থানে উইকির কার্যক্রম বেগবান করার জন্য স্বেচ্ছাসেবকরা সংগঠিত হয়ে গঠন করে থাকেন বিভিন্ন চ্যাপ্টার, বিশেষায়িত এবং ব্যবহারকারীদের দল। এই দলগুলোর মধ্যে কিছু দল থাকে যাদের কাজের ও যোগ্যতার ভিত্তিতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে থাকেন। এই কাজে সহায়তা করার জন্য কমিউনিটি ভিত্তিক একটি কমিটি কাজ করে থাকে যাদের বলা হয় অ্যাফিলিয়েন কমিটি। এই কমিটির মূল কাজ হল আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য আবেদন করা হলে আবেদনকারীর কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার পর আবেদনকারীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা এবং সন্তোষজনক মনে হলে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিসের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য সুপারিশ করা।

এছাড়াও তানভির রহমান বাংলা এবং ইংরেজি উভয় উইকিপিডিয়ার একজন সক্রিয় উইকিপিডিয়ান হওয়ার পাশাপাশি তিনি উভয় উইকিপিডিয়ার প্রশাসক, ব্যুরোক্রাট, উইকিমিডিয়ার সার্বজনীন (global) স্টুয়ার্ড। তিনি স্বেচ্ছাসেবী হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

তানভির রহমান-কে পুরো উইকিমিডিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

ধন্যবাদ।
---
Shabab Mustafa

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd