অন্যান্য ভাষার উইকিপিডিয়ার মত বাংলা উইকিপেডিয়াও (bn.m.wikipedia.org) এখন ব্রাউজ করা যাবে আপনার মোবাইল ডিভাইসে। সম্প্রতি মোবাইল মিডিয়াউইকির বাংলা লোকালাইজেশন সম্পূর্ণ করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণের প্রধান পাতার পোর্টাল হিসেবে প্রাথমিক ভাবে দুটো পাতার (পাতা ১, পাতা ২) নকশা করা হয়েছিল। তবে সকলের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান পাতাটির নকশা চূড়ান্ত করা হয়। এরপর এ পাতাটিকে মোবাইলে প্রধান পাতা হিসেবে রাখার জন্য উইকিমিডিয়ার বাগজিলাতে একটি বাগ ইস্যু করা হয়েছিল। সম্প্রতি পাতাটি মূল মোবাইল সাইটের সাথে যুক্ত করা হয়েছে। ফলে বাংলা উইকিপিডিয়ার মোবাইল সাইটটি সম্পূর্ণতা পেয়েছে যা এখন থেকে যে কেউ যে কোন স্থান থেকে মোবাইলে বাংলা উইকিপিডিয়া ব্রাউজ করে তার তথ্যের চাহিদা পূরণ করতে পারবে। আরও একটি তথ্য হল এখন পর্যন্ত ভারত উপমহাদেশের ভাষাগুলোর মধ্যে বাংলা দ্বিতীয় ভাষা যে ভাষায় মোবাইল উইকিপিডিয়া চালু হয়েছে, অন্যটি হল মালায়লাম (ml.m.wikipedia.org).
মোবাইলে কিভাবে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করবেন সে সম্পর্কিত একটি ব্লগের লিঙ্ক নিচে দেওয়া হলঃ আপনার মোবাইলের অপেরা মিনিতে ইউনিকোড সমর্থিত বাংলা ওয়েবসাইট ব্রাউজ করুন
অনুগ্রহ করে বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণের খবরটি আপনার বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনসহ সবাইকে জানান। আপনি ফেইসবুক, টুইটার, ব্লগের মাধ্যমে এই সংবাদ সর্বত্র ছড়িয়ে দিন।