বেলায়েত ভাই, আপনার দেওয়া লিংক থেকে সফটঅয়্যার টি ডাউনলোড করলাম। কিন্তু এটা বাংলা সাপোর্ট করে না। বাংলার বদলে সারি সারি প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে(??????????????........)। যাদের নেট কানেকশন নেই বা থাকলেও খুবই স্লো(আমার নিজের), তাদের জন্য এধরনের এডিটর খুব প্রয়োজন। মনে করুন কোন একজন উইকিতে কাজ করতে চাইছে। তার পিসি আছে, কিন্তু নেট নেই। সে চাইছে একটা লিখা শেষ করে সাইবার ক্যাফেতে গিয়ে আপলোড করবে। কিন্তু সেখানে বারবার প্রিভিউ দিয়ে কাজ করা খুব সময় সাপেক্ষ। কিন্তু সে বাড়িতেই যদি কোন ভাবে লিখাটি এডিট করে, প্রিভিউ দেখে আপলোড করতে চায়, তাহলে কম সময়েই কাজটি করা যেত। এ বিষয়ে কোন সফটঅয়্যার থাকলে ডাউনলোড লিংক দিন। আর যদি না থাকে, তাহলে তৈরি করা যায় কিনা, একটু ভেবে দেখুন। ধন্যবাদ
--- On Thu, 21/5/09, নাসির খান <nasir8891@gmail.com> wrote:
|