অসাধারণ একটা খবর ।

2018-04-24 22:14 GMT+06:00 sajibur rahman <nayon388@gmail.com>:
দারুণ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের জিনিসের মাঝে বাংলাদেশের আমসত্ত্ব দেখলাম। দারুণ লেগেছে ব্যাপারটা। 

2018-04-24 22:08 GMT+06:00 Ankan Ghosh Dastider <ankanghoshdastider@gmail.com>:
সুধী,

উইকিমিডিয়ানদের বার্ষিক মিলনমেলা উইকিমিডিয়া সম্মেলন ২০১৮ সদ্য সমাপ্ত হয়েছে। এবারে সম্মেলনে ৭৯টি দেশের ৩০০+ অংশগ্রহণকারী অংশ নেয়। উইকিমিডিয়া বাংলাদেশ থেকে আমি ও নাহিদ সুলতান অংশ নিই এবং অন্তর্ভুক্তি কমিটি (Affiliation Committee) থেকে তানভির মোর্শেদ অংশ নিয়েছেন এবারের সম্মেলনে।

এবারের সম্মেলন ২০-২২ এপ্রিল অনুষ্ঠিত হয়, এবং তার আগে ১৮-১৯ এপ্রিল প্রিকনফারেন্স: Learning Days অনুষ্ঠিত হয়।

প্রিকনফারেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে নানাবিধ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের নিজ অভিজ্ঞতার আলোকেই ডিজাইন করা বেশকিছু সেশন ছিল, যেখানে আমরাই বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করি।

মূল সম্মেলনেও এ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মূলত Movement Strategy, Movement Partnership এবং Capacity Building & Learning - এ তিনটি ধাপে সেশনগুলোর আয়োজন করা হয়। প্রয়োজন অনুযায়ী নানাবিধ সেশনে অংশ নিয়েছি আমি।

মূল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথেও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে একত্রে কী ধরণের কাজ করা যেতে পারে বা তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে কীভাবে এগোতে পারি এ ব্যাপারে আলোচনা হয়। এ ব্যাপারে আগামীতে কিছু প্রকল্প উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আয়োজন করতে পারব বলে আশা করছি।

সম্মেলন বিষয়ে আরো বিস্তারিত উইকিমিডিয়া বাংলাদেশের দ্বিমাসিক সাময়িকী উইকিবার্তার পরবর্তী সংখ্যায় পাবেন। :)

ধন্যবাদসহ,
অংকন ঘোষ দস্তিদার

--
Community Director, Planning & Outreach || Wikimedia Bangladesh
Twitter: @Iagdastider

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd



_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd