জরিপে কি শুধুই পাঠকের মনোভাব জানা হবে নাকি পাঠক কীভাবে বা কোন প্রক্রিয়ায় উইকিতে অংশগ্রহণ করতে আগ্রহী সেরকম প্রশ্ন থাকবে? আমার মতামত হচ্ছে- প্রথমটির সাথে দ্বিতীয় অপশনটিও রাখা উচিত।
গৌতম

2012/7/2 Tanvir Rahman <tanvir@wikimedia.org>
প্রিয় সবাই,

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পের প্রথম অংশ হিসেবে গত
মাসে আমরা বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিয়ে বিভিন্ন সমস্যা
চিহ্নিতকরণ ও সেগুলোর সম্ভাব্য কার্যকরী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে
যে বিশদ আলোচনা করেছি তার সারাংশ নিয়ে একটি রিপোর্ট মেটা-উইকিতে
প্রকাশিত হয়েছে। [১] গত মাসের ২১ তারিখে প্রকাশিত হওয়া এই রিপোর্টে
বাংলা উইকিপিডিয়ার অনেক দিকই ফুটে উঠেছে। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার
অবদানকারীদের বিভিন্ন প্রেক্ষাপট এতে পরিস্কার হয় ও এই প্রোগ্রামের
আওতায় কি ধরনের কাজ গুলো করা যেতে পারে তার একটি আউটলাইন সম্পর্কেও একটি
ধারণা পাওয়া যায়।

এখন দ্বিতীয়ধাপে বাংলা উইকিপিডিয়ার পাঠকদের মনোভাবে কি, তা জানার জন্য
একটি পাঠক জরিপ চালানোর ব্যাপারে আমি চিন্তা করছি। এ জরিপের উদ্দেশ্য
হচ্ছে বাংলা উইকিপিডিয়াকে আমাদের পাঠকরা কোন চোখে দেখছেন, বা তাঁদের
প্রত্যাশাটাই বা কি। আমার মনে হয় এ জরিপের মাধ্যমে আমরা দুপক্ষের মতামতই
জানতে পারবো, এবং তা আমাদের পরবর্তী কাজের ক্ষেত্রে একটি ভালো
প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করবে। উল্লেখ্য জরিপটি সবার জন্য উন্মুক্ত
থাকবে, অর্থাৎ বাংলা উইকিপিডিয়ায় লগ-ইন করা অবস্থায় থাকা সক্রিয়
ব্যবহারকারী থেকে সাধারণ পাঠক — সবাই এতে অংশ নিতে পারবেন।

সবাইকে ধন্যবাদ। আমাদের সবার অংশগ্রহণ ও প্রচেষ্টায় বাংলা উইকিপিডিয়া এগিয়ে যাক।

তানভির

[১] http://meta.wikimedia.org/wiki/Small_Wiki_Editor_Engagement_Project/Report/Monthly_%28May-June_2012%29

--
Tanvir Rahman
Community Fellow
Wikimedia Foundation, Inc.
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd