চমৎকার হয়েছে, তবে কিছু পরিবর্তন প্রয়োজনঃ
১। উপরের লেখাটি পরিবর্তনের পরামর্শ দিচ্ছি, আমার সংস্করণঃ
যে কোনো ব্যক্তি এই মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন। এটা সম্ভব, কারণ এটি একটি উইকি: কেবল মাত্র পাতার উপরের "সম্পাদনা" লিংকে ক্লিক করুন আর লেখা শুরু করুন। এই ত্বরিত সহায়িকায় উইকিপিডিয়ায় সম্পাদনার কিছু প্রাথমিক বিন্যাসন কৌশল দেখানো হয়েছে।
২। বিস্তারিত জানার লেখা এবং লিঙ্কটিতে আরও একটু ছোট ফন্ট ব্যবহার করা উচিত। আর লেখাটা পরিবর্তন করে "উইকিপিডিয়া সম্পাদনার সম্পর্কে বিস্তারিত দেখুন" লেখার পরামর্শ দিচ্ছি।
৩। উইকিমিডিয়া ফাউন্ডেশনের লগটি পরিবর্তন করে, নিচের লোগোটি ব্যবহারের অনুরোধ করছি,
http://commons.wikimedia.org/wiki/File:Wikimedia_Foundation_RGB_logo_with_text.svg
৪। "উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টার" না লিখে শুধু বাংলাদেশ চ্যাপ্টার
৫। উইকিমিডিয়া বাংলাদেশ মেইলিং লিস্টের ইমেইল ঠিকানাটি যোগ করা যেতে পারে, wikimedia-bd@lists.wikimedia.org।
৬। উইকিমিডিয়া বাংলাদেশের লগো বামে দিয়ে, ফাউন্ডেশনের লগো ডানে দিলে বোধ হয় ভাল হবে। কারণ আমাদের ওয়েব ঠিকানাটি দেখতে একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। বামে দিলে ভাল লাগতে পারে।
৬। উইকিমিডিয়া বাংলাদেশের ইংরেজী লগো সহ আরও একটি সংস্করণ তৈরি করুন।
৭। ইংরেজী লগো এবং বাংলা লোগো সংস্করণ দুটোর রঙ্গীন সংস্করণ তৈরি করুন। এবং PDF এবং PNG। রঙ্গীনটা সাদাকালো প্রিন্ট দিলে এমনটাই দেখানো কথা, তাই আলাদা করে সাদা কালো সংস্করণের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
ইমেইলে এ পাতাটির মাপ এবং অন্যান্য বৈশিষ্ট্য উল্লেখ করুন, যা ফাইলটি সাথে মেটাতে আপলোড করা হবে। যাতে এ পাতাটি প্রিন্ট দেওয়া সময় প্রিন্ট দাতা এ সব তথ্য সহজেই পেতে পারেন।
ডকুমেন্টটি পরে আবারও হালনাগাদ করতে হবে। কারণ অবশ্যই সামনে উইকিমিডিয়া বাংলাদেশের ওয়েব সাইট এবং ইমেইল ঠিকানা হবে। :)
ডকুমেন্টটি সম্পর্কে অন্যদের মতামত এবং পরামর্শ চাইছি...
বেলায়েত
উইকিমিডিয়া বাংলাদেশ
গত সভার জন্য আমি আইআরসিতে এসেছিলাম সবার প্রথমে। আর সভার লগে আমার নাম নেই, কারণ বিদ্যুৎ বিভ্রাট! পরে বিদ্যুৎ আসে ১২:৩০টার দিকে, ঘুমে ঢুলু ঢুলু চোখে তখন আর তাই সভায় যোগ দেওয়া হয়নি। সকালে মিটিং লগ দেখে চিটশিটটা তৈরি করে ফেলার ভূত মাথায় চাপলো। পরীক্ষার পড়ার পাশে তাই তৈরিও করে ফেললাম। এই মেইলের অ্যাটাচমেন্ট হিসেবে আছে, ডাউনলোড করে কোনো ভুল বা অসামঞ্জস্যতা পেলে জানান।
তানভির
উইকিমিডিয়া বাংলাদেশ
Windows Live: Make it easier for your friends to see what you’re up to on Facebook.
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd